shono
Advertisement

Breaking News

Amit Shah

'ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও পারবেন না', কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো নিয়ে শাহ

সোনিয়া-মনমোহনের দশ বছরের শাসনকালে অবাধে জঙ্গি ঢুকত কাশ্মীরে, মন্তব্য শাহর।
Published By: Kishore GhoshPosted: 08:47 PM Nov 13, 2024Updated: 08:47 PM Nov 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে জম্মু ও কাশ্মীর সরকার রাজ্যে ৩৭০ ধারা ফেরাতে বিধানসভায় এক প্রস্তাব পেশ করে। এই প্রসঙ্গ তুলে বুধবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মন্তব্য করেন, খোদ ইন্দরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও উপত্যকায় ৩৭০ ধারা ফেরাতে পারবেন না, কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরবে না।

Advertisement

মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে এক জনসভায় শাহ বলেন, "এমনকী ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও ৩৭০ ধারা পুনর্বহাল করতে সক্ষম হবেন না।" এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সুশীলকুমার সিন্ধের মন্তব্যের পালটা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিন্ধে বলেছিলেন, কাশ্মীর সফরে শ্রীনগরের লাল চকে তিনি ভীত ছিলেন। বিজেপির আমলে ভূস্বর্গে নাশকতা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। এর উত্তরে রসিকতার সুরে অমিত শাহ বলেন, শিণ্ডেজি, "নাতিদের সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরে আসুন। খারাপ কিচ্ছু ঘটবে না।"

শাহ দাবি করেন, "সোনিয়া-মনমোহনের দশ বছরের শাসনকালে পাকিস্তান থেকে অবাধে দেশে জঙ্গিরা ঢুকত। বোমা বিস্ফোরণ ঘটাত।" বর্তমান সেই অবস্থার পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, কদিন আগেও ৩৭০ ধারা নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কটাক্ষের সুরে বলেছিলেন, এমনকী রাহুল গান্ধীর চতুর্থ প্রজন্মও ৩৭০ ধারা পুর্বহাল করতে পারবে না। উল্লেখ্য, কদিন আগে মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে একই বিষয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের জনসভায় কাশ্মীর নিয়ে কংগ্রেসকে কটাক্ষ অমিত শাহর।
  • কদিন আগেই আগে জম্মু ও কাশ্মীর সরকার ৩৭০ ধারা ফেরাতে বিধানসভায় প্রস্তাব পেশ করে।
Advertisement