মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: প্রতিমা তৈরি করার সময় বিপত্তি। গাড়ির ধাক্কায় মৃত্যু প্রতিমা শিল্পীর। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিমাও। হাওড়ার (Howrah) শ্যামপুরের খাড়ুবাড়িয়ার কৃষ্ণপুরের ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভয়াবহ মুহূর্ত। পুলিশ ওই গাড়িচালকের খোঁজ শুরু করেছে।
আর পাঁচদিনের মতো বৃহস্পতিবারও প্রতিমা তৈরি করছিলেন মৃৎশিল্পী নরেশ পাল। নিজের কারখানায় বসে ঠাকুর তৈরির কাজ করছিলেন তিনি। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। গতিপথ বদল করে ওই কারখানার প্রায় ভিতরে ঢুকে পড়ে গাড়িটি। প্রতিমা তৈরির কাজ করার সময় গাড়িতে ধাক্কা লাগে তাঁর। গুরুতর জখম হন মৃৎশিল্পী। তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও লাভ হয়নি মোটেও। মৃত্যু হয় ওই মৃৎশিল্পীর। দুর্ঘটনার মুহূর্ত সিসিটিভিতে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজকে কাজে লাগিয়ে গাড়িটির খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। গাড়িচালকেরও খোঁজ চলছে।
[আরও পড়ুন: ডুয়ার্সে ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে ভরতি উত্তরবঙ্গের আইজি, জখম গাড়িচালকও]
আগামী সোমবার কালীপুজো। তার আগে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত পটুয়াপাড়ার সকলেই। বছর চল্লিশের মৃৎশিল্পী নরেশ পাল এবারও বেশ কয়েকটি প্রতিমা তৈরির বায়না নিয়েছিলেন। কালীপুজোর ঠিক আগে তাই জোরকদমে প্রতিমা তৈরির কাজ করছিলেন। কিন্তু সেই সময়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই পটুয়াপাড়ায় বিষাদের ছায়া। নরেশ পালের পরিবারে কান্নার রোল।
মৃৎশিল্পী নরেশ পালের অসম্পূর্ণ কাজ কীভাবে শেষ হবে, তা নিয়ে চিন্তিত প্রায় সকলেই। দুশ্চিন্তায় প্রতিমা শিল্পীকে মূর্তি গড়ার বায়না দেওয়া পুজো উদ্যোক্তারাও।