সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। তবে নির্বাচনী ফল ঘোষণা তো দূরের কথা নির্বাচনের আগেই নিজের বিধানসভা আসনে জয়ী অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু! তিনি একা নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন এই রাজ্যের আরও ৪ বিজেপি প্রার্থী।
গত ১৯ এপ্রিল অরুণাচলের তাওয়াং জেলার মুক্তো বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন পেমা খান্ডু। ওই কেন্দ্রে বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ওই কেন্দ্রে অন্য কেউ মনোনয়ন জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়ী হতে চলেছেন তিনি। একইভাবে অরুণাচলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৫ বিজেপি প্রার্থী প্রসঙ্গে পেমা সংবাদিকদের বলেন, ‘‘পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আমরা আশা করি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও কয়েকটি আসনেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব।’
[আরও পড়ুন: খাবারে বিষ মিশিয়ে ‘খুন’ মুখতার আনসারিকে! যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক গ্যাংস্টারের পরিবার]
ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা ভোট হবে। আগামী ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য, অরুণাচল এবং সিকিমে ভোটদান। তবে লোকসভার ভোটগণনা ৪ জুন হলেও অরুণাচল এবং সিকিমে হবে ২ এপ্রিল। অরুণাচল বিধানসভায় ৬০টি আসন। এর মধ্যে ২০১৯ সালে বিজেপি জিতেছিল ৪১টিতে। পরবর্তী সময়ে এনপিপির ছজন এবং কংগ্রেসের তিন বিধায়ক বিজেপি-তে যোগ দেন। মুখ্যমন্ত্রী পেমা এ বারও তাঁর পুরনো কেন্দ্র, তাওয়াং জেলার মুক্তো থেকেই প্রার্থী হয়েছেন। সে রাজ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ।