সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রাণনাশের হুমকি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে ই-মেল মারফত কেজরিকে খুনের হুমকি পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই মর্মে দিল্লির সরকারের তরফ থেকে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। সরকারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ্যমন্ত্রীকে দুটি হুমকি মেল পাঠিয়েছে। সেই মেলে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসে চারজন মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতে পারে।
(সার্জিক্যাল স্ট্রাইকে অংশগ্রহণকারী জওয়ানদের সর্বোচ্চ শৌর্য পুরস্কার)
দিল্লির স্বরাষ্ট্রসচিব এস এন সহায় দিল্লির পুলিশ কমিশনার অলোক বর্মাকে মেলগুলি ফরোয়ার্ড করেছেন বলে সূত্রের খবর। গোটা ঘটনার দ্রুত তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে সরকারের তরফ থেকে। যদিও পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হুমকি মেলগুলি ফরোয়ার্ড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।
(পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা)
(তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা)
The post সাধারণতন্ত্র দিবসে হামলা চালানো হবে, কেজরিকে ফের খুনের হুমকি appeared first on Sangbad Pratidin.