সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্ত হওয়ার পর বাড়তি আত্মবিশ্বাসী দেখাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। ভোটপ্রচারে নিজের ভাষণে একের পর এক তোপ দাগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারকে। এবার জনহিতকর প্রকল্পের ঢালাও প্রতিশ্রুতি দিলেন আপ সমর্থকদের। ২০২৪ লোকসভা ভোটে 'ইন্ডিয়া' জোট জিতলেই ১০ গ্যারান্টি পূরণ করা হবে বলে জানালেন আপ সুপ্রিমো। কী কী রয়েছে সেই তালিকায়?
এদিন নিজের ভাষণে কেজরি বলেন, 'বিজেপি চিরকাল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। অন্য দিকে আমার গ্যারান্টি সাক্ষ্য দেয় ট্র্যাক রেকর্ডের। জনগণকে বেছে নিতে হবে তাঁরা কেজরিওয়ালের গ্যারান্টি না মোদির গ্যারান্টি গ্রহণ করবেন।' কেজরির এই গ্যারান্টি বা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সকলের জন্য বিনামূল্য বিদ্যুৎ পরিষেবা। প্রধান লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ভোট নিশ্চিত করা। 'ইন্ডিয়া' জোটকে ভোট দিলে দিল্লি এবং পাঞ্জাবের মতোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলবে দেশের সব প্রান্তে, দাবি করেছেন কেজরি।
[আরও পড়ুন: ‘এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন’, বাংলা নিয়ে বড় ঘোষণা মোদির]
কেজরিওয়ালের 'ভোট গ্যারান্টি' তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থার সংস্কার। এর জন্য ৫ লক্ষ কোটি টাকার প্রয়োজন। অর্ধেক রাজ্য সরকার দেবে। বাকি অর্ধেক অ্রথাৎ আড়াই লক্ষ কোটি টাকা দেবে নতুন কেন্দ্রীয় সরকার। কেজরি উল্লেখ করেন, একাধিক কারণে মধ্যবিত্তের কাছে সরকারি স্কুল ব্রাত্য। দিল্লি ও পাঞ্জাবে সেই অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। শিক্ষা পাশাপাশি স্বাস্থ্য নিয়েও বড় প্রতিশ্রুতি দেন কেজরি। গোটা দেশের সরকারি হাসপাতালগুলির জন্য ৫ লক্ষ কোটি টাকার বাজেট পরিকল্পনা করেছেন তিনি। বলেন, 'দেশের সরকারি হাসপাতালগুলির অবস্থা ভালো নয়। তাই আমাদের তৃতীয় গ্যারান্টি হল স্বাস্থ্য।'
দেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতির পাশাপাশি প্রত্যেক গ্রামে মহিলাদের জন্য বিশেষ ক্লিনিক খোলারও প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল। ভারতের যে ভূভাগ চিন দখল করে রেখেছে, তাও ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। এছাড়াও 'অগ্নিবীর' প্রকল্প বন্ধ করা, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী কৃষকদের ফসলের ন্যূনতম মূল্য দেওয়া এবং দিল্লিকে সম্পূর্ণ স্বশাসিত রাজ্য করার গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
[আরও পড়ুন: এবার মল্লিকার্জুন খাড়গের চপারে তল্লাশি! ‘শুধু কি বিরোধীরাই নিশানায়’, প্রশ্ন কংগ্রেসের]
ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দিল্লির মুখ্যমন্ত্রীর দশ গ্যারান্টি মোদির গ্যারান্টিকে ছাপিয়ে যেতে পারবে কিনা সময়ই বলবে। তবে দলীয় নেতা জেলমুক্ত হয়ে প্রচারে নামায় আম আদমি পার্টি নেতা-কর্মীরা যে নতুন করে উৎসাহী হয়েছে সেকথা বলাই যায়।