সোমনাথ রায়, নয়াদিল্লি: অস্বস্তি বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর জামিনে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ বাড়াল দিল্লি হাই কোর্ট। অর্থাৎ নিম্ন আদালতে জামিন পেলেও আপাতত জেলেই বন্দি থাকতে হবে তাঁকে। দিল্লি হাই কোর্টে ইডির আবেদন নিয়ে পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে উচ্চ আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ। অর্থাৎ ততদিন পর্যন্ত জেলে বন্দি আপ সুপ্রিমো।
কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন নিয়ে গত সপ্তাহ থেকে চলছে টালবাহানা। বৃহস্পতিবার নিম্ন আদালত জামিন দিয়েছিল তাঁকে। কিন্তু মুক্তি আটকাতে তৎপর ইডি পরের দিনই দ্বারস্থ হয়েছিল দিল্লি হাই কোর্টের। ইডির (ED) আর্জি ছিল, বাতিল করা হোক নিম্ন আদালতের নির্দেশ। শেষ পর্যন্ত সেই মতোই কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট (Delhi High Court)। মামলার পরবর্তী শুনানি ধার্য হয় ২৫ জুন। এই অবস্থায় জামিন পেতে মরিয়া দিল্লির মুখ্যমন্ত্রী রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
[আরও পড়ুন: ১০ মাস পরে উদ্ধার নিখোঁজ তরুণীর দেহ, ‘কাউকে না জানিয়ে পুঁতে দিয়েছি’, বলছেন মা]
দ্রুত শুনানির আর্জি জানান কেজরির আইনজীবী। সেই মতো সোমবার শীর্ষ আদালতে (Supreme Court) শুনানি শুরু হয়। কিন্তু সেখানেও আশার আলো মেলেনি দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দিল্লি হাই কোর্টের স্থগিতাদেশ নিয়ে এখনই কোনও নির্দেশ দেওয়া হবে না। দিল্লি হাই কোর্ট যদি এই মামলায় কোনও রায় দেয় তাহলে সেদিকে নজর রাখবে শীর্ষ আদালত। এহেন পরিস্থিতিতে কেজরির অস্বস্তি আরও বাড়িয়েছে দিল্লি হাই কোর্ট। আদালতের বিচারপতি সাফ জানিয়ে দেন, রাউস অ্যাভেনিউ আদালতের বিচারে ত্রুটি ছিল। ইডিকেও জামিনের বিরোধিতা করে সওয়ালের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হয়নি। সেই জন্যই নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল দিল্লি হাই কোর্ট।