shono
Advertisement

শাহরুখ-তনয়ের উদ্দাম জলকেলিতে তোলপাড় নেট-দুনিয়া!

সবাই দেখেছেন, আরিয়ানের পার্টির বহর! আপনিও দেখে নিতে পারেন ভিডিওয় ক্লিক করে। The post শাহরুখ-তনয়ের উদ্দাম জলকেলিতে তোলপাড় নেট-দুনিয়া! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Aug 23, 2016Updated: 03:18 PM Aug 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব বেশি দিন হয়নি, বাবা তাঁকে রেখে এসেছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। পড়াশোনার জন্য ভর্তি করে দিয়েছেন সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। সেখানেই আপাতত মন দিয়ে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা করার কথা আরিয়ান খানের! যাতে সেটা মন দিয়ে করতে পারেন, সেই জন্য শাহরুখ খান ক্লাস শুরু হওয়ার আগে ছেলের সঙ্গে সময়ও কাটিয়েছেন ভালই! তাঁকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করেছেন। ছুটি কাটিয়েছেন মর্জিমাফিক! তার পর ফিরে এসেছেন দেশে।

Advertisement

#aryankhan #poolparty @prabhanshuagrawal

A video posted by Mayuresh (@mayureshgupta) on


আর, বাবা যেতে না যেতেই শুরু হয়েছে হুল্লোড়! জামা-কাপড়ের বাধাটুকুও আর সহ্য করতে পারেননি আরিয়ান! বন্ধু-বান্ধবদের সঙ্গে ঝাঁপ দিয়েছেন পুলের নীল জলে। শুরু হয়েছে তাঁর পুল জলে কুল খেলা!
সেই পুল পার্টির কিছু ছবি আর ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে নেট-দুনিয়ায়। সবাই দেখেছেন, আরিয়ানের পার্টির বহর! আপনিও দেখে নিতে পারেন ভিডিওয় ক্লিক করে।

The post শাহরুখ-তনয়ের উদ্দাম জলকেলিতে তোলপাড় নেট-দুনিয়া! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement