shono
Advertisement

ওবামা সরতেই বিশ্বের সেরা নেতার কুরসিতে মোদি

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে প্ল্যাটফর্ম বানিয়ে আম আদমির সঙ্গে সরাসরি যুক্ত থাকার চেষ্টা করেন মোদি। The post ওবামা সরতেই বিশ্বের সেরা নেতার কুরসিতে মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 PM Jan 20, 2017Updated: 03:30 PM Jan 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া থেকে সার্জিক্যাল স্ট্রাইক, নোট বাতিল ইস্যু থেকে স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখনই যা পদক্ষেপ নিয়েছেন, সারা বিশ্ব জেনেছে। তাঁর নেওয়া সমস্ত সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছে। প্রযুক্তিকে হাতিয়ার করেই জনপ্রিয়তা শিখরে পৌঁছেছেন মোদি। এমনকী এবার এই নিরিখে বারাক ওবামাকেও পিছনে ফেলে দিলেন তিনি।

Advertisement

(তেজ বাহাদুরের ভিডিওর জের, বদলি কমান্ডিং অফিসার)

মোদি এবং ওবামা, সোশ্যাল মিডিয়ায় দু’জনেই দারুণ জনপ্রিয়। ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে সাধারণ মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছে যেতে সফল হয়েছেন তাঁরা। তাঁদের পূর্বসূরিরা ইন্টারনেটকে এভাবে কাজে লাগাতে পারেননি। সেই মগজাস্ত্রই বাকিদের থেকে আলাদা করে দিয়েছে দু’জনকে। শুক্রবার সব দায়িত্ব থেকে মুক্তি নিয়ে উত্তরসূরির জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন ওবামা। আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর ওবামার প্রস্থানের সঙ্গে সঙ্গে মোদিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীদের সংখ্যা জানলে অবাক হতে হয়।

(ফ্লিপকার্ট-আমাজনের ক্ষতির অঙ্কে মঙ্গলাভিযান হত আরও ২৪ বার)

টুইটারে ২ কোটি ৬৫ লক্ষ, ফেসবুকে ৩ কোটি ৯২ লক্ষ, গুগল প্লাস-এ ৩২ লক্ষ, লিঙ্কড ইন-এ ১ কোটি ৯৯ লক্ষ, ইনস্টাগ্রামে ৫৮ লক্ষ এবং ইউটিউবে মোদির ফলোয়ারের সংখ্যা ৫ কোটি ৯১ লক্ষ। নেতা হিসেবে তাঁর থেকে এতদিন এগিয়ে ছিলেন শুধুমাত্র ওবামা। মোদির আমলেই দেশে ডিজিটাল মাধ্যমের প্রচার এবং প্রসার ঘটেছে সবচেয়ে বেশি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে প্ল্যাটফর্ম বানিয়ে আম আদমির সঙ্গে সরাসরি যুক্ত থাকার চেষ্টা করেন মোদি। ফলে মানুষের কাছে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে ওবামার বিদায়ের পর দেশবাসীকে ফের গর্বিত হওয়ার কারণ উপহার দিলেন মোদি।

The post ওবামা সরতেই বিশ্বের সেরা নেতার কুরসিতে মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement