সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসের হামলায় রক্তাক্ত ইজরায়েল। পালটা মারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গাজা স্ট্রিপকে। মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর যুদ্ধে ভারত যে ইহুদি দেশটির সঙ্গে রয়েছে, তা আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আসাদউদ্দিন ওয়েইসি মোদিকে অনুরোধ জানালেন গাজা ভূখণ্ডের পাশে দাঁড়ানোর। সেই সঙ্গে নেতানিয়াহুকে ‘শয়তান’ বলেও আক্রমণ করেন হায়দরাবাদের সাংসদ।
শনিবার এক জনসভায় ওয়েইসি (Asaduddin Owaisi) বলেন, ”আমি প্যালেস্টাইনের সঙ্গে আছি। গাজার সাহসী মানুষদের লাখো সেলাম, যাঁরা আজও লড়াই করে চলেছেন। নেতানিয়াহু একজন অত্যাচারী শয়তান এবং একজন যুদ্ধাপরাধী। আমাদের দেশের এক ‘বাবা’ মুখ্যমন্ত্রী আছেন যিনি বলেছেন প্যালেস্টাইনের নাম নিলে নাকি তাঁদের অভিযুক্ত করা হবে। তা শুনুন হে ‘বাবা’ মুখ্যমন্ত্রী, আমি গর্বের সঙ্গে প্যালেস্টাইনের পতাকা বহন করছি এবং তেরঙাকেও। আমি প্যালেস্টাইনের পাশে রয়েছি।”
[আরও পড়ুন: হামাস-ইজরায়েল যুদ্ধ অব্যাহত, তেল আভিভে বিমান বাতিলের মেয়াদ বাড়াল এয়ার ইন্ডিয়া]
সেই সঙ্গে তিনি আরও বলেন, ”আমি প্রধানমন্ত্রীর কাছে প্যালেস্তিনীয়দের উপর চালানো নৃশংসতা বন্ধের আবেদন জানাতে চাই। প্যালেস্টাইন শুধু মুসলমানদের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা।” প্রসঙ্গত, ওয়েইসির আগে কংগ্রেসও ইজরায়েলের নিন্দা করে প্যালেস্তিনীয়দের অধিকারের পক্ষে সরব হয়েছিল।
এদিকে ইজরায়েলে প্যালেস্টাইন (Palestine) জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন মোদি (PM Modi)। তিনি লেখেন, “ইজরায়েলে (Israel) সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের মন ও প্রার্থনা নিরীহ সাধারণ মানুষ এবং তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”