shono
Advertisement

অভিনব শ্রদ্ধাজ্ঞাপন, সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাংলার এই মোমশিল্পী

সম্প্রতি মাদাম তুসোর মিউজিয়ামে সুশান্তের মূর্তি গড়ার দাবি তুলেছিলেন ভক্তরা। The post অভিনব শ্রদ্ধাজ্ঞাপন, সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাংলার এই মোমশিল্পী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Sep 17, 2020Updated: 06:56 PM Sep 17, 2020

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: দিন কয়েক আগেই সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা মাদাম তুসোর মিউজিয়ামে প্রয়াত অভিনেতার স্মরণে মোমের মূর্তি গড়ার আবেদন রেখেছিলেন। ভাইরাল সেই আরজি মিউজিয়াম কর্তৃপক্ষের কানে না পৌঁছলেও বাংলার এক মোমশিল্পী কিন্তু ইতিমধ্যেই অভিনেতার মোমের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন। যিনি কিনা অতীতে প্রণব মুখোপাধ্যায়েরও মোমের মূর্তি গড়ে প্রশংসা আদায় করেছিলেন স্বং প্রাক্তন রাষ্ট্রপতির কাছ থেকে।

Advertisement

দেশবাসী অচিরেই হারালেও মহালয়ায় আবির্ভাব ঘটল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)। মোমের মূর্তির মধ্য দিয়েই যেন আবার জেগে উঠলেন ভক্তদের প্রিয় এসএসআর। তাঁর মৃত্যু রহস্যের কিণারা এখনও হয়নি, এরই মধ্যে আসানসোলের (Asansol) মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করলেন প্রয়াত অভিনেতার মোমের মূর্তি। তবে এবার কারও বরাতে নয়, অভিনেতাকে স্মরণে রাখতে, সম্মান জানাতে মূর্তিটি তৈরি করে রাখলেন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে।

মহালয়ার দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ ফুট ১০ ইঞ্চির সুশান্তের এই মোমের মূর্তি উন্মোচিত হল (Sushant Singh Rajput Wax Statue)। একদিকে মহালয়া পিতৃপুরুষ তর্পনের দিন। অন্যদিকে দেবীপক্ষের সূচনা। বিশেষ দিনে অন্য এক সুশান্ত সিং রাজপুতকে দেখলেন শহরবাসী। সেই একই চেহারা, একই উচ্চতা, অমলিন মুখের হাসি। শিল্পী নিপুণভাবে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে। একটি চেয়ারের সামনে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে এসএসআর। সেই চেয়ারে বসে কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। ভেতরে সাদা টি-শার্ট, উপরে বোতাম খোলা ডেনিম জ্যাকেট। আনসেভ কিন্তু ট্রিমিং করা রাফ অ্যান্ড টাফ লুক, আর সেই আগোছালো ব্যাকব্রাশ চুল। শহরবাসী যতই দেখছেন, ততই অভিভূত হয়ে যাচ্ছেন। যেন চোখের সামনে সত্যিই দাঁড়িয়ে রয়েছেন ধোনি বায়োপিকের সেই হিরো।

[আরও পড়ুন: মহালয়ায় ‘লাস্যময়ী’ মা দুর্গা সেজে সোশ্যাল মিডিয়ার রোষানলে অভিনেত্রী নুসরত জাহান ]

শিল্পী সুশান্ত রায় বললেন, “‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দেখার পরেই আমি অভিনেতার গুনমুগ্ধ হয়ে পড়ি। কিন্তু তাঁর হঠাৎ মৃত্যু সবার মতো আমাকেও নাড়িয়ে দেয়। অভিনেতাকে স্মৃতিতে রাখতে তাঁর প্রতি সম্মান জানাতে মোমের মূর্তিটি তৈরি করলাম। গত দেড় মাসের প্রচেষ্টায় এই মূর্তিটি পূর্ণাঙ্গরূপ পেয়েছে। মোমশিল্পী সুশান্ত রায় বলেন, দেশবাসীর সঙ্গে আমিও চাই তাঁর অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক।”

উল্লেখ্য, আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগে বহু বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তি তৈরি করেছেন। কলকাতার নিউটাউনে মাদার ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোমের মূর্তি তাঁরই তৈরি। রাজস্থানের ওয়াক্স মিউজিয়ামেও তাঁর তৈরি মূর্তি রয়েছে। আসানসোলের মহিশীলা কলোনীতে তাঁর নিজস্ব ওয়াক্স মিউজিয়ামেও অনেক মূর্তি রয়েছে। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু, কপিল দেব, শচীন, সৌরভদের পাশেই এবার শোভা পারে সুশান্ত সিং রাজপুতের মূর্তি। আসানসোলবাসীর দাবি সুশান্ত সিং-এর অস্বাভাবিক মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম জড়ানোয় একাংশ জাতিগত প্রসঙ্গ তুলে বাঙালি-বিহারী বিভেদ লাগানোর চেষ্টা করছে। সেখানে বাঙালি শিল্পী সুশান্ত রায় বিহারের এই সন্তানের প্রাণবন্ত মোমের মূর্তি তৈরি অভিনেতার প্রতি সম্মানজ্ঞাপন করলেন।

[আরও পড়ুন: ‘ওরা আমার বাংলো ধ্বংস করার পর নিজেকে ধর্ষিতা মনে হচ্ছিল!’, ফের বিস্ফোরক কঙ্গনা]

The post অভিনব শ্রদ্ধাজ্ঞাপন, সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাংলার এই মোমশিল্পী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement