shono
Advertisement

দল ভাঙাতে মরিয়া অমিত শাহ, ফের রাজস্থানে সরকার ফেলার ‘ষড়যন্ত্র’নিয়ে সরব মুখ্যমন্ত্রী

গেরুয়া শিবিরের নজরে মহারাষ্ট্রও, অভিযোগ গেহলটের।
Posted: 08:56 AM Dec 06, 2020Updated: 09:01 AM Dec 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ফের সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্রেও সরকার ফেলতে মরিয়া গেরুয়া শিবির।

Advertisement

উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময়ও রাজস্থানের সরকার ফেলতে বিজেপি কলকাঠি নাড়ছিল বলে অভিযোগ করেছিলেন অশোক গেহলট (Ashok Gehlot)। সেই সময় কংগ্রেসের অন্দরেও বিবাদ দেখা গিয়েছিল। এবার ফের কয়েকজন  কংগ্রেস বিধায়ক কেন্দ্রীয় বিজেপি (BJP) নেতৃত্বের সঙ্গে দেখা করেছে বলে খবর। যা দেখে অশোক গেহলটের উদ্দেশে রাজস্থান বিজেপির জবাব, “আগে নিজের ঘর সামলান তারপর অন্যের দিকে আঙুল তুলবেন।”

[আরও পড়ুন : ১০ বছরে প্রথমবার, মোদির খাসতালুক বারাণসীর ২ বিধান পরিষদের আসনেই হার বিজেপির]

রাজস্থানে কংগ্রেসের (Congress) এক দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ উগরে দেন অশোক গেহলট। বলেন, “ওঁরা আবার রাজস্থান সরকারকে (Rajasthan Government) ফেলার চেষ্টা করছে। আমার দলের বিধায়করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা (কংগ্রেস বিধায়করা) আমাকে বলেছেন, অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখে তাঁরা লজ্জিত।” এ প্রসঙ্গে গেহলটের আরও দাবি, “অমিত শাহ কংগ্রেসের বিধায়কদের বলেছেন, এর আগে পাঁচটা সরকার ফেলেছি। এটা (রাজস্থান) ষষ্ঠ হবে। বিভিন্ন রাজ্যে সরকার ফেলতে লাগাতার চক্রান্ত করছে বিজেপি।”

গেহলটের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনও মন্তব্য করেনি। জবাব দিয়েছেন রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া। তাঁর কথায়, “আপনি নিজের ঘরে আগে শান্তি বজায় রাখুন, তারপর অন্যের দিকে আঙুল তুলবেন। আপনার দলের বিদ্রোহীরাই এখনও শান্ত হয়নি। শুধু শুধু বিজেপিকে দায়ী করছেন আপনি।”

[আরও পড়ুন : পঞ্চমদফার বৈঠকও নিষ্ফলা, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার]

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে রাজস্থান কংগ্রেসের অন্দরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সময় দলীয় নেতৃত্বের উপর গোঁসা করে ১৯ জন বিধায়ক নিয়ে দিল্লিতে হাজির হয়েছিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। দীর্ঘ  টালমাটালের পর অবশেষে রাজস্থানে সরকার ধরে রাখতে সমর্থ হয় কংগ্রেস। এই ঘটনার বছর ঘোরার আগেই বিজেপি সরকার ফেলতে ফের কলকাঠি নাড়ছে বলে সরব হলেন খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement