shono
Advertisement

IND vs PAK: বিরাট-রোহিতদের জার্সিতে লেখা ‘পকিস্তান’! কিন্তু কেন? দেখুন ভাইরাল ছবি

দুই দেশের মানুষের কাছে ক্রিকেট মাঠের এই ডুয়েল নিয়ে সর্বদাই ‘প্রেস্টিজ’ লড়াই।
Posted: 03:52 PM Aug 10, 2023Updated: 12:56 PM Aug 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জার্সিতে জ্বলজ্বল লেখা পাকিস্তান! এটাও সম্ভব! হ্যাঁ, ঠিকই পড়ছেন। চলতি বছরের এশিয়া কাপে (Asia Cup) রোহিত শর্মা, বিরাট কোহলিরা টিম ইন্ডিয়ার এই জার্সি পরেই বাইশ গজের যুদ্ধে খেলতে নামবেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Advertisement

কিন্তু কেন ভারতীয় দলের জার্সিতে পাকিস্তান লেখা রয়েছে? আসলে এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে আছে পাকিস্তান। যদিও পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানায় বিসিসিআই। অনেক টালবাহানার পর পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’-এ টুর্নামেন্ট খেলার বিষয়ে সায় দেয় ভারত। ফলে পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কায় খেলা হবে। ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দ্বীপরাষ্ট্রে। যেহেতু এবারের এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান। তাই সব দেশের জার্সিতেই লেখা থাকবে ‘এশিয়া কাপ পাকিস্তান ২০২৩’। ভারতের জার্সিতেও একই লেখা দেখা যাচ্ছে।

[আরও পড়ুন: IND vs PAK: অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোলে পাক বিদায়, ৪-০ গোলে জিতে সেমিফাইনালে টিম ইন্ডিয়া]

ভারত-পাকিস্তান খেলা নিয়ে সবসময়ই উত্তেজনা থাকে ক্রিকেট মহলে। দুই দেশের মানুষের কাছে ক্রিকেট মাঠের এই ডুয়েল নিয়ে সর্বদাই ‘প্রেস্টিজ’ লড়াই। দুই দেশের খেলার শুধু মাঠের ভেতরের সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বাইরেও। খেলার সঙ্গে জড়িয়ে থাকে দু’দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও।

দুই দেশের মধ্যে এখন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে অপেক্ষা করতে হয় বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য। আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপে সেই সুযোগ ফের একবার পাবেন দুই দেশের মানুষ। রোহিত-বাবর লড়াই দেখতে মুখিয়ে আছেন সকলেই। এমন আবহে ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা দেখে নেট পাড়ায় চর্চা শুরু হয়েছে।

[আরও পড়ুন: ক্রিকেটার হিসেবে যত ভাল, কোচ রাহুল কি ততটাই? বিশ্বকাপের আগে তাঁর আমলে ছয় লজ্জার হারের পোস্টমর্টেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement