shono
Advertisement

রাহুল ফিরতেই ছাঁটাই সঞ্জু! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগেই দেশে ফিরছেন ব্যাটার

এদিকে পুত্র সন্তানের বাবা হওয়ার পর আবারও দলে যোগ দিচ্ছেন বুমরাহ।
Posted: 10:13 PM Sep 08, 2023Updated: 10:22 AM Sep 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেএল রাহুল ইন। সঞ্জু স্যামসন আউট। হ্যাঁ, এশিয়া কাপের স্কোয়াডে রাহুল যোগ দিতেই দেশে ফিরিয়ে দেওয়া হল সঞ্জুকে। সুপার ফোরে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগেই ভারতে ফিরে আসছেন তিনি বলে খবর।

Advertisement

এশিয়া কাপে ১৭ জনের ঘোষিত ভারতীয় দলে (Team India) জায়গা হয়নি সঞ্জুর। তবে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল তাঁকে। যদিও গ্রুপ পর্বে নেপাল কিংবা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি তাঁর। চোট পাওয়া কেএল রাহুলের বিকল্প হিসেবে ঈশান কিষানই ভরসাযোগ্য ইনিংস খেলেছিলেন। তবে বর্তমানে একেবারে চোটমুক্ত রাহুল। উইকেট-কিপার ব্যাটার ইতিমধ্যেই নেটে প্র্যাকটিসও করেছেন। ফলে ১০ সেপ্টেম্বর কলম্বোয় হতে চলা ভারত-পাক ম্যাচের আগেই ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন তিনি। তবে রাহুল ফেরায় ফর্মে থাকা ঈশানকে বসিয়ে টিম ম্যানেজমেন্ট রাহুলকে সুযোগ দেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

[আরও পড়ুন: OMG! লেজ ধরে ঘর থেকে সাপ বের করছেন ম্যাকগ্রা, ভিডিও দেখে শোরগোল নেটদুনিয়ায়!]

উল্লেখ্য, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের (ICC World Cup 2023) ঘোষিত ১৫ জনের ভারতীয় দলেও জায়গা হয়নি সঞ্জুর। যা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন একাধিক প্রাক্তনী। যদিও প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের দাবি, নির্বাচকরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে চলতি এশিয়া কাপে যে আর সঞ্জুকে দেখা যাবে না, তা এদিন স্পষ্ট হয়ে গেল।

এদিকে, বাবা হবেন বলে এশিয়া কাপের (Asia Cup 2023) মাঝেই ছুটি নিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। যার জন্য নেপালের বিরুদ্ধে ম্যাচে খেলেননি তিনি। পুত্র সন্তানের বাবা হওয়ার পর আবারও দলে যোগ দিচ্ছেন তিনি। ভারত-পাক লড়াইয়ে ফের টিম ইন্ডিয়া পাবে বুমরাহকে।

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, হারের কারণ খুঁজতে বাংলায় আসছেন বি এল সন্তোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement