সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের টানটান দর কষাকষির পর শেষ হল আইপিএল মহা নিলাম। উড়ল ৬৪০ কোটি টাকা। বিক্রি হলেন ১৮২ জন প্লেয়ার। তার মধ্যে ৬২ জন বিদেশি। নিলামের শেষ দিনে কেমন ঘর গুছিয়ে নিল কোন দল? কে পেলেন কত দর?
চেন্নাই সুপার কিংস: নিলাম থেকে মোট ২০জন ক্রিকেটারকে কিনেছে তারা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই একদশক পরে রবিচন্দ্রন অশ্বিনের ঘরে ফেরা।
দিল্লি ক্যাপিটালস: দিল্লি ১৪ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে কে এল রাহুলকে। পন্থের বিদায়ের পর তিনিই অধিনায়ক হতে পারেন।
গুজরাট টাইটান্স: প্রথম দিনে জস বাটলার, মহম্মদ সিরাজের মতো নামী তারকাদের কেনার পর গুজরাট এদিন নিয়েছে ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়েৎজিকে।
কলকাতা নাইট রাইডার্স: প্রথম দিকে ভেঙ্কটেশ আইয়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেকই খরচ করে ফেলে তারা। এদিন শেষবেলায় ঝড় তুলে নাইটরা দলে নিয়েছে উমরান মালিক, রভম্যান পাওয়েলদের।
লখনউ সুপার জায়ান্টস: নিলামে লখনউয়ের ‘নবাব’ হলেন ঋষভ পন্থ। সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছে তারা। যার জন্য খরচ হয়েছে ২৭ কোটি টাকা। এদিন বাংলার আকাশ দীপ, শাহবাজ আহমেদদের কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল।
মুম্বই ইন্ডিয়ান্স: বড় নামের মধ্যে তাদের দলে একমাত্র ট্রেন্ট বোল্ট। শেষবেলায় ফিরিয়ে এনেছে শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরকে।
পাঞ্জাব কিংস: নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব। আর সবচেয়ে বেশি প্লেয়ার কিনল তারাই। শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিনেছে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে।
রাজস্থান রয়্যালস: নিলামে বড় নামের পিছনে ছোটেনি রাজস্থান। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে জোফ্রা আর্চারের জন্য। দ্বিতীয় দিনে তারা কিনেছে ১৩ বছরের প্রতিভা বৈভব সূর্যবংশীকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: নিলামে প্রথম দিনে ফিল সল্ট, হ্যাজেলউডদের তুলেছে আরসিবি। এদিন কিনল ভুবনেশ্বর কুমার, টিম ডেভিডদের।
সানরাইজার্স হায়দরাবাদ: ঈশান কিষান, মহম্মদ শামিদের তুলে নিয়েছে সানরাইজার্স। খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দল তাদেরই।