shono
Advertisement

Asia Cup 2023: ‘আমার গেম প্ল্যান খুব সহজ, সরল’, আফ্রিদির কথা শুনলে ভয় পাবেন ভারতের ব্যাটাররা

আফ্রিদি কি পুরোদস্তুর ফিট?
Posted: 06:12 PM Sep 01, 2023Updated: 06:24 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখে শুনে খেলতে হবে শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi)। সামলাতে হবে তাঁর গোলাগুলি। পাকিস্তানের বাঁ হাতি পেসারকে নিয়ে চর্চা চলছে সর্বত্র। এদিকে এশিয়া কাপের (Asia Cup 2023) সবথেকে হাইভোল্টেজ ম্যাচের আগে শাহিন আফ্রিদির কথা শুনে ভীত হতে পারেন ভারতীয় ব্যাটাররা।

Advertisement

একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ”আমার মতে, আমার গেম প্ল্যান খুবই সহজ-সরল। সব ওপেনারই জানে আমার গেম প্ল্যান। উদ্দেশ্য একটাই, আর তা হল, ওপেনারদের দ্রুত তুলে নিয়ে ব্যাটিং টিমের উপরে চাপ বাড়ানো। মিডল অর্ডারের ব্যাটাররা ওপেনারদের মতো নতুন বল খেলে না। ফলে নতুন বল খেলার সময়ে চাপে পড়ে যায় মিড অর্ডার।”

[আরও পড়ুন: ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতই ফেভারিট, তবে সামলাতে হবে শাহিনদের’, বলছেন হেডেন]

 

তবে ভারতের বিরুদ্ধে কি পুরোদস্তুর ফিট আফ্রিদিকে খেলতে দেখা যাবে? নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচে শাহিন আফ্রিদি পাঁচ ওভার করার পরে উঠে যান। টিম ডাক্তারের সঙ্গে কথা বলতে দেখা যায় আফ্রিদিকে। ফলে অনেকেই মনে করছেন আফ্রিদির চোট রয়েছে। পাঁচ ওভার করে উঠে যাওয়ার পরে আর বল করতে দেখা যায়নি আফ্রিদিকে। এর মধ্যেই ওয়াকার ইউনিসের মন্তব্য চিন্তা বাড়িয়েছে। ওয়াকারকে বলতে শোনা গিয়েছে, থার্ড ম্যান বা ফাইন লেগে ফিজিও ফাস্ট বোলারের সঙ্গে রয়েছে, এমন দৃশ্য আমাকে বিব্রত করে না। কিন্তু ডাক্তার যখন ছুটে আসে, তখন তা চিন্তার।”

ফলে শাহিন আফ্রিদির চোট নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। আফ্রিদি খেলবেন কী খেলবেন না, তা জানা যাবে শনিবারই। তবে আফ্রিদি কিন্তু চিন্তায় রাখছেন ভারতীয় ব্যাটারদের। 

[আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! কোন অঙ্কে পরের রাউন্ডে ভারত-পাকিস্তান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement