শ্রীলঙ্কা: ২৫৭/৯ (সমারবিক্রমা – ৯৩, কুশল মেন্ডিস – ৫০, হাসান – ৩/৫৭, তাসকিন – ৩/৬২)
বাংলাদেশ: ২৩৬/১০ (হৃদয় – ৮২, শনাকা ৩/২৮, মহীশ থিকসানা ৩/৬৯)
শ্রীলঙ্কা ২১ রানে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসল সময় ফের ব্যর্থ শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ভাল শুরু করলেও মাঝপথে খেই হারালেন আর এক সিনিয়র মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। ফলে তোহিদ হৃদয় (Towhid Hridoy) লড়াই করে সবার মন জিতলেও শেষরক্ষা হল না। পাকিস্তানের (Pakistan) পর এবার শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে হার হজম করে চলতি এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে বিদায় নিল বাংলাদেশ।
প্রথমে চাপের মুখে দাপুটে ব্যাটিং ও পরে দুরন্ত বোলিং এবং ফিল্ডিংয়ের সুবাদে টাইগার্সদের …রানে হারিয়ে সুপার ফোরের অভিযান শুরু করল শ্রীলঙ্কা। আর এই জয়ের মূল কারিগর সদীরা সমরবিক্রমা এবং অধিনায়ক দাসুন শনাকা। অবশ্য চোট নিয়ে পারফর্ম করা স্পিনার মহীশ থিকসানার কথাও লিখতেই হবে। পুরো ফিট না হলেও তাঁর ক্যারাম বলের দাপটে টাইগার্সরা শুরু থেকে শেষ পর্যন্ত নাজেহাল ছিল।
ওপেনিং জুটিতে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ ৫৫ রান তুলেন। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ১৯ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৪ রান। মিরাজ ২৮ ও নাঈম ২১ রান করে সাজঘরে ফিরেছিলেন।
চারে নামা অধিনায়ক শাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৭ বলে ৩ রান করে তিনিও আউট হয়েছিলেন। লিটন দাস ২৪ বলে ১৫ রান করেন। এরপর পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও হৃদয় গড়েন ৭২ রানের জুটি। কিন্তু মুশফিকুর ২৯ রানে আউট হওয়ার কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন হৃদয়। তাঁর লড়াকু ইনিংস ৯৭ বলে ৮২ রানে থেমে যায়। এরপর বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটারদের পক্ষে বাকি রান চেজ করা সম্ভব ছিল না। মহীশ থিকসানা ৬৯ রানে ৩ এবং শনাকা নিলেন ২৮ রানে ৩ উইকেট।
নিজেদের ডু অর ডাই ম্যাচে বাংলাদেশকে ২৫৮ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও সদীরা সমারবিক্রমার জোড়া অর্ধ শতরানের সৌজন্যে টাইগার্সদের ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দেয় গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল।
ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান শাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনার ইঙ্গিত দেন দুই লঙ্কান ওপেনার। কিন্তু জুটি বড় করতে পারেননি তাঁরা। হাসান মাহমুদের বলে ১৭ বলে ১৮ রান করে আউট হন দিমুথ করুণারত্নে। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা কুশল মেন্ডিসকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন আর এক ওপেনার পাথুম নিশাঙ্কা। ৬০ বলে ৪০ রান করা নিশাঙ্কাকে ফেরান শরিফুল।
নিজের করা পরের ওভারে ৫০ রান করা কুশল মেন্ডিসকে আউট করেন এই টাইগার পেসার। ১০ রান করেন আশালাঙ্কা। ৬ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
এ ছাড়া ২টি উইকেট নেন শরিফুল ইসলাম। তবে চাপের মুখে দারুণ লড়াই করেন সদীরা সমরবিক্রমা। তাঁর ৭২ বলে ৯৩ রানের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তোলে শ্রীলঙ্কা। তবে শুরু থেকে শেষ পর্যন্ত চাপের মুখে উইকেট হারানোর জন্য হার মানতে বাধ্য হল বাংলাদেশ। একইসঙ্গে এই হারের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেল টাইগার্সরা।