সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে এখনও অনেক চমক দিতে পারে ভারত। শেষ ষোলোয় পৌঁছে এই কথাই বলেছিলেন ভারতের কোচ ইগর স্টিমাচ। সেই চমক কি আসবে বৃহস্পতিবার? এদিনই কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল সৌদি আরব। যাদের ফিফা ক্রমতালিকায় অবস্থান ৫৭। আর ভারতের অবস্থান ১০২।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর অন্যতম ভরসা দলগত সংহতি। সৌদির বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীদের সৌদি দলের সাম্প্রতিক সময়ের একাধিক ম্যাচের ক্লিপিংস দেখিয়েছেন দলের কোচ ইগর স্টিমাচ। সৌদি আরবের বিরুদ্ধে নামার আগেরদিন সুনীল বলেন, কোচ আমাদের সৌদির বেশ কিছু ম্যাচের ভিডিও ক্লিপিংস দেখিয়ে ম্যাচ বিশ্লেষণ করেছেন। আমরা জানি সৌদি দলে একাধিক বল প্লেয়ার রয়েছেন। পুরো দলটাই খুব ভালো। একই সঙ্গে আমাদের কোচ বলেছেন, এই রকম একটা শক্তিশালী দলের বিরুদ্ধে কীভাবে নিজেদের মেলে ধরব।”
[আরও পড়ুন: চিনের ছক বানচাল! ভারতের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত শ্রীলঙ্কার]
অতীতেও ভারতের বিরুদ্ধে ভালো ফল রয়েছে সৌদি আরব দলের। ১৯৮২ সালের এশিয়াডে দিল্লিতে শেষবার দিল্লিতে ১-০ গোলে সৌদি আরবের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেটাও ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গ্রুপ লিগে চিনের বিরুদ্ধে ১-৫ গোলে হারের পর বাংলাদেশ ম্যাচ ১-০ গোলে জয় ও মায়ানমারের সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ইগরের ছেলেরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে সুনীল আরও বলেন, “কোচের পরিকল্পনা খুব সহজ। আমরা দলগত প্রচেষ্টার উপরই জোর দেব বৃহস্পতিবার। ভিডিও ক্লিপিংসগুলো দেখার সময় ওদের একাধিক ফর্মেশন লক্ষ করেছি। সেই ফর্মেশন দেখে একাধিক পরিকল্পনাও তৈরি করা হয়েছে।”
এশিয়ান গেমসে আসা থেকে একাধিক সমস্যার সম্মুখীন হলেও সেই সব ঘটনাকে মাথা থেকে সরিয়ে দিতে চাইছেন ভারত অধিনায়ক, “আমরা শেষ ষোলোতে পৌঁছেছি এটাই সব থেকে ভালো খবর। এটা খুব সহজ কাজ ছিল না। এখন শুধু আমরা তাকিয়ে আছি সামনে দিকে।” দলে কোনও চোট আঘাত না থাকলেও বেশ কয়েকজন ফুটবলারের ঠান্ডা লেগেছে আর পেটের সমস্যা রয়েছে।
দলের কোচ ইগর স্টিমাচ বলেন, “ভারতের জাতীয় দলের কোচ হয়ে এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি চ্যালে়ঞ্জ নিতে বরাবর ভালোবাসি। কঠিন সমস্যার মুখোমুখি হতে ভালোই লাগে। দূরে সরে যাই না। বৃহস্পতিবারও এর অন্যথা হবে না।” একই সঙ্গে তিনি যোগ করেন, অতীতের সৌদি আরবের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড ভালো না হলেও বৃহস্পতিবার চমক দেবেন সুনীলরা।
আজ এশিয়ান গেমসে-ভারত বনাম সৌদি আরব,
হাংঝৌ, বিকাল ৫.০০ থেকে,সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস