shono
Advertisement

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত মেরি কমের

একটা বাধা টপকালেই টুর্নামেন্টে পাঁচটি সোনা ঘরে তুলবেন তিনি। The post এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত মেরি কমের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Nov 07, 2017Updated: 07:43 AM Nov 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারিয়ে যাননি। এখনও জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। মহিলাদের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের রিংয়ে সে কথাই ফের মনে করিয়ে দিলেন এমসি মেরি কম।

Advertisement

লন্ডন অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে ব্রোঞ্জ ঘরে তুলে দেশবাসীর চোখের মণি হয়ে উঠেছিলেন তিনি। সেই মণিপুরী বক্সার মঙ্গলবার জাপানি প্রতিপক্ষকে দুরমুশ করে পৌঁছে গেলেন টুর্নামেন্টের ফাইনালে। ভিয়েতনামের হো চি মিন শহরের রিংয়ে এদিন লাইট ফ্লাইওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগে জাপানের সুবাসা কোমুরাকে হারিয়ে রুপো নিশ্চিত করে ফেললেন মেরি কম। সেমিফাইনাল বাউটের তিনটি রাউন্ডেই রাজত্ব করলেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বী মেং-শেইং পিনের বিরুদ্ধে বেশ লড়াই করেই জিততে হয়েছিল ভারতীয় বক্সারকে।

[সৌদির বিরুদ্ধে হার ভুলে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালেন ধীরাজরা]

২০টি দেশের ১০৭ জন বক্সার অংশ নিয়েছেন এবারের চ্যাম্পিয়নশিপে। যেখানে ১৯ টি সোনা, ২১ টি রুপো ও ২০ টি ব্রোঞ্জ ঝুলিতে ভরে তৃতীয় স্থানে রয়েছে ভারত। মেরি কম ছাড়াও অন্যান্য বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন আরও ছয় ভারতীয় বক্সার। এদিনই চিনা তাইপেই লিন ইউ টিংয়ের বিরুদ্ধে খেলবেন শিক্ষা সিং। পাশাপাশি কঠিন চ্যালেঞ্জের মুখে সোনিয়া লাথার, প্রিয়াঙ্কা চৌধুরি, এল সরিতা দেবী, লোভলিনা এবং সীমা পুনিয়া।

টুর্নামেন্টে পাঁচটি পদকের মালকিন মেরি কমের সামনে এখন একটাই বাধা। আর তা টপকাতে পারলেই এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বর সোনা ঘরে তুলবেন তিনি। চূড়ান্ত লড়াইয়ে মঙ্গোলিয়ার জারগালান অথবা দক্ষিণ কোরিয়ার কিম হ্যাং মি-র মুখোমুখি হবেন মেরি কম।

[বাইশ গজে লড়াইয়ের আগে কিউয়ি স্পিনারকে দাবায় মাত চাহালের]

The post এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত মেরি কমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement