shono
Advertisement

দিলীপের পর অসীম, ফের ‘কুকথা’ মুখ্যমন্ত্রীকে

বিজেপি প্রার্থীর নিন্দায় সরব তৃণমূল।
Posted: 08:53 PM Mar 27, 2024Updated: 08:53 PM Mar 27, 2024

অভিষেক চৌধুরী, কালনা: দিলীপ ঘোষের পর এবার অসীম সরকার। ফের মুখ্যমন্ত্রীকে কুকথা বিজেপি প্রার্থীর। পাড়ার এক ‘অন্ধ’ গায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তিনি। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঠিক কী বললেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার?

Advertisement

বুধবার কালনায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্ধ রতন কানার সঙ্গে তুলনা করেন অসীম। বলেন, কেন্দ্রের মোদিজির প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী নিজের নাম ঢুকিয়ে দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি একটি গল্প তুলে ধরেন,“মোদিজির উন্নয়ন এরা নিতে চায় না। যেগুলো নেয় সেগুলো নিজের নামে সমস্ত স্টিকার লাগিয়ে, নিজের নামটাই বলে। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে। পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে-পোষা পাখি উড়ে যাবে সজনী এতদিন ভাবি নাই মনে। শুনেছেন আপনারা গানটা। ওই গানটাই পাগল বিজয় সরকারের গ্রামেই বাস করতেন রতন কানা। অর্থাৎ অন্ধ। সে খুব ভালো গান গাইত।”এর পরেই তিনি জানান, বিজয় সরকারের সেই গান থেকে তাঁর নাম তুলে দিয়ে রতন কানা নিজের নাম বসিয়ে দেয়। অসীমের কটাক্ষ, “দিদিমণির অবস্থা হচ্ছে তাই। আমার মোদিজী এত বড় মাপের তো। সারা বিশ্বের প্রিয়। উনি যত প্রকল্প পাঠান ওঁর নামটা বলতে মুখ্যমন্ত্রীর লজ্জা করে। তাই নিজের নামটা ঢুকিয়ে দেন। এই জন্যই বলছি ওই রতন কানাও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তাই।”

[আরও পড়ুন: দিলীপের বিরুদ্ধে কমিশনে গিয়ে বেলাগাম কুণাল, ফের শুভেন্দুকে ‘বাবা’ তুলে আক্রমণ]

এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন,“ওঁর কালচারটাই তো ওরকম। অসীম সরকার যে ভাষায় কথা বলেন,স্বাভাবিকভাবে যে ভাষাতে উনি অভ্যস্ত,সেই ভাষাতেই উনি কথা বলছেন। এতে কোনও নতুনত্ব অভিনত্ব নেই। উনি দশটা কথা বললে আটটা কথায় গালিগালাজ করেন।”

[আরও পড়ুন: ‘তাঁর প্রজ্ঞা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে’, বেলুড় মঠের অধ্যক্ষের প্রয়াণে শোকস্তব্ধ মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার