সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করিকে! কিছুদিন আগে নিজেই এক সাক্ষাৎকারে 'গোপন তথ্য' ফাঁস করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। বলা বাহুল্য, গড়করির সেই স্বীকারোক্তিতে জাতীয় রাজনীতিতে ছোটখাটো ঝড় উঠে গিয়েছিল। প্রশ্ন ওঠা শুরু হয়েছিল, তাহলে কি লোকসভা ভোট পরবর্তীকালে বর্ষীয়ান বিজেপি নেতাকে প্রধানমন্ত্রী করে সরকার গড়ার চেষ্টা করেছিল বিরোধী শিবির?
এবার গড়করি নিজেই সেই জল্পনা উসকে দিলেন। জানিয়ে দিলেন, একবার নয়, একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। এমনকী লোকসভা ভোটের পরেও। গড়করি বলছেন, "আমি একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছি। লোকসভা ভোটের আগে, এমনকী পরেও।" সেই প্রস্তাব যে বিজেপির তরফে আসেনি সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী বলে দিয়েছেন, "ওই প্রস্তাব গ্রহণ করার কোনও প্রশ্নই ছিল না। আমি আমার আদর্শ থেকে সরে যেতে পারি না। প্রধানমন্ত্রী হওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি মতাদর্শ নিয়ে বাঁচি।" গড়করির কথাতেই স্পষ্ট, তাঁকে আরএসএস বা বিজেপি নয়, ভিন্ন মতাদর্শের কোনও দল প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল।
বস্তুত বিজেপিতে অনেকেই গড়করিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। এমনিতেও একটা সময় দলে গুরুত্বের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে অনেক এগিয়ে ছিলেন প্রবীণ এই বিজেপি নেতা। ২০১২-১৩ সালের পর বিজেপিতে রকেট গতিতে উত্থান হয় মোদির। মোদির হাত ধরেই উঠে আসেন শাহ-নাড্ডারা। খানিকটা ব্যাকফুটে চলে যান গড়করি। তবে এখনও সংঘ পরিবারের ঘনিষ্ঠ হওয়ার দরুন অনেকে তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার বলে মনে করেন।
এমনকী এ বছর লোকসভা নির্বাচনে বিজেপির তুলনামূলক খারাপ ফলের পর গড়করির নামটা ভাসিয়েও দেওয়া হচ্ছিল। যারা তাঁকে সমর্থনের কথা বলছিলেন, তাঁদের মধ্যে অনেক বিরোধী নেতাও ছিলেন। তাতেই নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়। গড়করির কথাতে সেই জল্পনা ফের উসকে গেল।