সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। জীবনসঙ্গীর মৃত্যুশোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন আইপিএস আধিকারিক তথা অসমের স্বরাষ্ট্র সচিব। স্ত্রীর মৃত্যুর কিছুক্ষণ পর হাসপাতালের আইসিইউতেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন তিনি। জানা গিয়েছে মৃত ওই আধিকারিকের নাম শিলাদিত্য চেটিয়া।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিলাদিত্যের স্ত্রী আগমনী বারবারুয়ার। ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য গত ৪ মাস ধরে ছুটিতে ছিলেন ২০০৯ সালের ব্যাচের ওই আইপিএস আধিকারিক। গুয়াহাটি শহরের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করে চিকিৎসা চালাচ্ছিলেন তিনি। নিজেও দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই থাকতেন। মঙ্গলবার বিকেলে গুয়াহাটির ওই হাসপাতালে মৃত্যু হয় শিলাদিত্যের স্ত্রী আগমনীর। চিকিৎসকদের তরফে মৃত্যুর খবর পাওয়ার পর সেই শোক সহ্য করতে পারেননি ওই আধিকারিক। পুলিশের দাবি, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ৪৪ বছর বয়সি শিলাদিত্য।
[আরও পড়ুন: গুলির লড়াইয়ে ধুন্ধুমার রাজধানী! বার্গার কিং আউটলেটে মৃত এক]
হাসপাতালের এমডি ডাঃ হিতেশ বড়ুয়া জানান, গত প্রায় ২ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ওই পুলিশ কর্তার স্ত্রী। অন্যত্র চিকিৎসাও চলছিল তাঁর। গত দু মাস ধরে গুয়াহাটির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন প্রায় দু'মাস ধরে হাসপাতালেই ছিলেন শিলাদিত্য। চিকিৎসকদের তরফে পুলিশ কর্তাকে জানানো হয়েছিল, তাঁর স্ত্রীর অবস্থার অবনতি হচ্ছে।
[আরও পড়ুন: ফের প্রকাশ্যে কানাডার খালিস্তান প্রেম, জঙ্গি নিজ্জরের জন্য নীরবতা পালন সংসদে!]
মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে চিকিৎসকরা জানান, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। সেই সময় হাসপাতালের ওই ঘরে ছিলেন একজন ডাক্তার ও নার্স। ওই অধিকারিক তাঁদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। বলেন, কিছুক্ষণের জন্য ঘরটা ছেড়ে দিতে। তিনি প্রার্থনা করবেন। চিকিৎসকরা বেরিয়ে যাওয়ার এর মাত্র ১০ মিনিটের মধ্যে ঘরের ভেতর থেকে আসে গুলির শব্দ। নিরাপত্তারক্ষী থেকে চিকিৎসকরা ছুটে যান সেই ঘরের দিকে। দেখা যায় রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন আইপিএস আধিকারিক।