সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে এবার খুনের আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েক কোটি টাকার সুপারি দিয়ে একটি রাজনৈতিক দল তাঁকে খুনে চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷
আজ বাংলার একটি প্রথম শ্রেণির বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে বসে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে বলেন, ‘‘আমাকে খুনের ষড়যন্ত্র চলছে৷ আমি যেহেতু স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্বে আছি, তাই এই পরিকল্পনার কথা জানতে পেরেছি৷ কয়েক কোটি টাকা খরচ করে আমাকে মারার সুপারি দেওয়া হয়েছে৷ আমার বাড়ির নকশাও ওরা নিয়ে গিয়েছে৷ পুলিশ আমাকে কতবার সতর্ক করেছে৷ কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না৷ যারা মৃত্যুকে ভয় পায়, তা কাপুরুষ৷’’
[শহরে আছড়ে পড়ল কালবৈশাখী, কমল তাপমাত্রা]
এদিন নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা৷ বলেন, ‘‘একটি রাজনৈতিক দল আমাকে খুন করার চেষ্টা করেছে৷ রাজনৈতিকভাবে পেরে না উঠে আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছে৷ কিন্তু মনে রাখবেন আমি মৃত্যুকে ভয় পাই না৷ আমি সারাজীবন মানুষের জন্য কাজ করেছি৷ শেষ দিন পর্যন্ত এভাবেই কাজ করে যাব৷’’
পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের প্রধান দুই বিরোধী গোষ্ঠীকে কার্যত তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, তিনি ও তাঁর দল তৃণমূল কংগ্রেস সবসময়ই গণতন্ত্রের সমর্থক৷ তাঁরা চান ভোট হোক। কিন্তু বিরোধী দলের জন্য তা শান্তিপূর্ণভাবে হচ্ছে না। অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘যারা গণতন্ত্রের পক্ষে নয়, তারা সকাল-বিকেল একসঙ্গে বসছে, ষড়যন্ত্র করছে৷’’
[কবি শঙ্খ ঘোষ যা বলেছেন তা ব্যক্তিগত আক্রমণ: পার্থ চট্টোপাধ্যায়]
বাম-কংগ্রেস প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘ওরা বলছে সন্ত্রাস৷ কিন্তু অনেক সিপিএম, কংগ্রেস কর্মীকে আমরা নমিনেশন ফাইল করতে সাহায্য করেছি৷ কিন্তু তারাই আবার গালাগাল দিয়ে যাচ্ছে৷’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির কোটি কোটি টাকা, তাই পোস্টার ছড়াচ্ছে, স্মার্টফোন দেবে বলছে৷ আমি রাজনৈতিক দলগুলির কাছে আরজি করছি, আপনারা মাথা ঠান্ডা রেখে ভোটটা করতে দিন৷’’
The post আমাকে খুনের সুপারি দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.