shono
Advertisement

‘বিজেপি শ্যামাপোকার মতো, ভোটের পর দেখা মিলবে না’, কটাক্ষ অভিষেকের

দলত্যাগীদেরও কটাক্ষ করলেন অভিষেক।
Posted: 04:40 PM Apr 04, 2021Updated: 04:52 PM Apr 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে বাকি ২ দিন। মঙ্গলবার তৃতীয় দফায় সাতগাছিয়া (Satgachhia) আসনে নির্বাচন (West Bengal Assembly Elections)। প্রচারের শেষদিনে রবিবার সেখানেই সভা করবেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আক্রমণ করলেন বিজেপিকে (BJP)। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললেন, “বিজেপি শ্যামাপোকার মতো। কালীপুজোর পর যেমন শ্যামাপোকা দেখা যায় না। তেমনই ভোটের পর ওদেরও দেখা যাবে না।”

Advertisement

বিধানসভা নির্বাচন পাখির চোখ তৃণমূল-বিজেপি উভয়ের কাছে। বিনা লড়াইয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কোনও দল। ফলে দু’দলের তাবড় তাবড় নেতারা কার্যত প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করছেন। রবিবার সাতগাছিয়ায় সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপিকে একহাত নিলেন তিনি। অভিযোগ করলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে। কিন্তু কোনওক্রমে বাংলার দায়িত্ব পেলেও প্রতিশ্রুতি পূরণ তারা করবে না। অভিষেকের দাবি, ভোটে কারচুপির উদ্দেশেই আট দফায় ভোট করানো হচ্ছে বাংলায়। হুঙ্কার ছেড়ে বললেন, “১০ দফায় ভোট করলেও কোনও লাভ করতে পারবে না বিজেপি। বাংলার মানুষ বিজেপির দফারফা করে দেবে। চ্যালেঞ্জ ছুঁড়ে যুব তৃণমূল সভাপতি এদিন ফের বলেন, “তৃণমূল ২৫০ আসন পাবেই।”

[আরও পড়ুন: নির্বাচনের দু’দিন আগে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কুলপি, জখম ১৭ জন]

বিজেপির (BJP) পাশাপাশি এদিন দলত্যাগীদেরও কটাক্ষ করেন অভিষেক। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা সকলের সামনে তুলে ধরেন। “বিনামূল্যে ভাষণ নেবেন নাকি বিনামূল্যে রেশন? তা ঠিক করে নিন নিজেরাই,” প্রচারের শেষ লগ্নেও এভাবে সাতগাছিয়ার প্রার্থীর জন্য জনতার সমর্থন চাইলেন অভিষেক। প্রতিশ্রুতি দিলেন, ২ মে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর ১ জুন থেকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। পড়াশোনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে পড়ুয়ারা।

[আরও পড়ুন: দফায় দফায় অশান্তিতে উত্তপ্ত রাজ্য, রাতভর বোমাবাজি নানুরে, বর্ধমানে আক্রান্ত প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার