সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) থেকে অশোধিত তেল আমদানি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল আমেরিকা। এবার রুশ অস্ত্র কেনা নিয়েও যে তারা অখুশি, সেই বার্তাই দিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ওয়াশিংটনে ভারত-আমেরিকা টু প্লাস টু বৈঠকের পরই তাঁর এই বার্তা তাৎপর্যপূর্ণ।
[আরও পড়ুন: ‘হয় মৃত্যু নয় বন্দিশালা’, মারিওপোলে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেনের যোদ্ধারা]
সোমবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী পর্যায়ের আলোচনা হয়। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তাঁরা। সেই সময় মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনকে প্রশ্ন করা হয় যে রুশ এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার জন্য ভারতের উপর কি নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা? উত্তরে ব্লিঙ্কেন বলেন, “রাশিয়া ইউক্রেনে যা করছে সেই কথা মাথায় রেখে আমি সব দেশের কাছে আরজি জানাচ্ছি তারা যেন রাশিয়া থেকে অস্ত্র না কেনে। এখনও CAATSA আইনে কোনও নিষেধাজ্ঞা জারি হবে না ছাড় দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম দেশ হিসেবে রাশিয়ার থেকে এস-৪০০ কেনার চুক্তি করে চিন (China)। তারপরই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়শিদের বাগে আনতে প্রয়োজন এস-৪০০। পাকিস্তানের কাছে প্রায় ২০ স্কোয়াড্রন মার্কিন এফ-১৬ বিমান রয়েছে। চিনের থেকেও বিপদের আশঙ্কা দিন-দিন বাড়ছে। ফলে দেশের সুরক্ষায় এই হাতিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবদিক বিবেচনা করে ২০১৮ সালের অক্টোবরে ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৫টি এস-৪০০ কেনার চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। সঙ্গে সঙ্গেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন এর ফলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে।
বিশ্লেষকদের মতে, রাজনাথ ও জয়শংকরকে মঞ্চে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন বিদেশ সচিবের হুঙ্কার অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পাশে দাঁড়ালেও চিনকে ঠেকাতে আমেরিকা যে তুরুপের তাস হয়ে উঠতে পারে সেই কথা ভালই জানে নয়াদিল্লি। তাই মার্কিন মানভঞ্জনে কিছুটা আপোস করার পক্ষেই মোদি সরকার।
তাৎপর্যপূর্ণ ভাবে, ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথা স্বীকার করে নিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেন, “ভারত-রাশিয়া সম্পর্ক এমন একটা সময়ে তৈরি হয়েছে যখন আমরা ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সক্ষম বা ইচ্ছুক ছিলাম না। কিন্তু এখন আমরা ভারতের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক তৈরি করতে সক্ষম এবং আগ্রহী।” এদিকে, ভারতকে মার্কিন অস্ত্র দেওয়ার আগ্রহ প্রকাশ করে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান, চাইলে ভারতকে সুলভ দামে অত্যাধুনিক হাতিয়ার দিতে প্রস্তুত তারা।