shono
Advertisement

Breaking News

উরিতে নিহত ১৭ জওয়ান, জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে সেনাঘাটিতে জঙ্গি হামলায় হত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এ পরিস্থিতিতে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শ্রীনগরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করও। রবিবার ভোররাতে সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী বাহিনীর দ্বারাই হামলা চালানো হয়েছে বলে অনুমান সেনার। ভোরের দিকে সেনাদের দায়িত্ব পরিবর্তনের সময়টিকেই হামলার সময় হিসেবে বেছে নেওয়া […] The post উরিতে নিহত ১৭ জওয়ান, জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Sep 18, 2016Updated: 01:08 PM Sep 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে সেনাঘাটিতে জঙ্গি হামলায় হত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এ পরিস্থিতিতে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শ্রীনগরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করও।

Advertisement

রবিবার ভোররাতে সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী বাহিনীর দ্বারাই হামলা চালানো হয়েছে বলে অনুমান সেনার। ভোরের দিকে সেনাদের দায়িত্ব পরিবর্তনের সময়টিকেই হামলার সময় হিসেবে বেছে নেওয়া হয়। আক্রমণের সঙ্গে পাল্টা জবাব দেয় সেনারা। চলে গুলিযুদ্ধ। প্রথমে জানা গিয়েছিল, ঘটনায় শহিদ হয়েছেন ৪ জওয়ান। জখম হয়েছিলেন বেশ কয়েকজন। তবে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত জওয়ানের সংখ্যা অন্তত ১৭। জানা যাচ্ছে, গতকাল রাত্রেই উরিতে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন জঙ্গি। আজ ভোরে সেনাছাউনি কেঁপে ওঠে গ্রেনেড বিস্ফোরণে। ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন ১২ জন জওয়ান। হামলার আকস্মিকতা সামলে পাল্টা জবাব দেন সেনারা। ৪ জঙ্গিকেই খতম করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

উরির নিরাপত্তা নিয়ে এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী।

The post উরিতে নিহত ১৭ জওয়ান, জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement