shono
Advertisement

ইস্তানবুলে জোড়া বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৯

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ The post ইস্তানবুলে জোড়া বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৯ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 PM Dec 11, 2016Updated: 09:42 AM Dec 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল৷ ঘটনায়  এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে৷ জখম কমপক্ষে ১৬৬ জন৷ শনিবার রাতে ইস্তানবুলে বেসিকতাস স্টেডিয়াম থেকে কিছু দূরে এই বোমা বিস্ফোরণ হয়৷ সেসময় ইস্তানবুল ভোডাফোন এরিনা ফুটবল স্টেডিয়ামে তখন উপচে পড়ছে ভিড়৷ কারণে, তার ঠিক কয়েক মিনিট আগেই শেষ হয়েছে তুর্কিশ সুপার লিগের বেসিকতাস-বোরসাসপোর-এর ম্যাচ৷

Advertisement

জানা গিয়েছে, প্রথমে মাকা পার্কে আত্মঘাতী বিস্ফোরণ, তার ঠিক পরপরই রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে ইস্তানবুল স্টেডিয়ামের ঠিক বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনো হয়৷ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ এবছরই বেশ কয়েকবার আইসিস ও কুর্দিশ জঙ্গি গোষ্ঠীর ঘটানো বিস্ফোরণে কেঁপে উঠেছে তুরস্কের বিভিন্ন শহর৷

ঘটনার কড়া নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরোদগান৷ তিনি বলেন, মূলত শহরবাসী ও নিরাপত্তারক্ষীদের টার্গেট করেই এই বিস্ফোরণ ঘটানো হয়৷

The post ইস্তানবুলে জোড়া বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৯ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement