shono
Advertisement

Breaking News

জম্মুতে বৈশাখী পার্বন উদযাপনের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, আহত বহু

অনেকের শারীরিক অবস্থাই অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
Posted: 05:08 PM Apr 14, 2023Updated: 05:46 PM Apr 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের মোরবির পর এবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভেঙে পড়ল সেতু। ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। গুরুতর চোট পেয়েছে অন্তত সাত শিশু।

Advertisement

ডিভিশনাল কমিশনার (জম্মু) রমেশ কুমার জানান, শুক্রবার উধমপুর জেলার চেনানি ব্লকের অন্তর্গত বেইন গ্রামের বেনি সঙ্গমের উপরের ফুটব্রিজটি আচমকাই ভেঙে পড়ে। সেই সময় বৈশাখী পার্বন উদযাপনের জন্য ওই সেতুতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পায়ে হাঁটা সেতুটি। নদীতে পড়ে পাথরে আঘাত পান অনেকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ।

[আরও পড়ুন: আবগারি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব সিবিআইয়ের]

ইতিমধ্যেই ঘটনার ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া না গেলেও চেনানি পুরসভার চেয়ারম্যান মানিক গুপ্তা জানান, চেনানির হাসপাতালে ভরতি আহত ৮০ জনের মধ্যে অন্তত ২০ থেকে ২৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এছাড়াও ছয়-সাতজনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, গুজরাটের মোরবি সেতু বিপর্যয় নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১৪০ জন। এবার জম্মুতেও ঘটল একই ঘটনা। কীভাবে সেতুটি ভাঙল, যতটা মানুষ ওঠা সম্ভব, ব্রিজটিতে তার চেয়েও বেশি ভিড় হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

[আরও পড়ুন: ‘মমতার হিটলারি শাসন চলবে না, বিজেপি পিসি-ভাইপোকে উৎখাত করবেই’, হুঙ্কার অমিত শাহের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement