shono
Advertisement

মালির সোনার খনিতে বড়সড় ধস, প্রায় ১ সপ্তাহ পর উদ্ধার ৭৩ দেহ

খনির একটি টানেল ধসে ঘটে বিপত্তি।
Posted: 09:12 PM Jan 24, 2024Updated: 01:16 PM Jan 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালির সোনার খনিতে বড়সড় দুর্ঘটনা। গত শুক্রবার খনির  একটি টানেলে ধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। প্রায় এক সপ্তাহ ধরে তাঁদের খোঁজে তল্লাশি শুরু উদ্ধারকারী দল। অবশেষে বুধবার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৭৩টি দেহ।  

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, দক্ষিণ মালির (Mali) কঙ্গোবা শহরের একটি সোনার খনিতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে গত সপ্তাহের শুক্রবার। তার পর চলছিল উদ্ধারকাজ। এই বিষয়ে ওই খনির এক আধিকারিক ওমার সিদিবে জানান, “ওইদিন খনিতে প্রচণ্ড জোরে কম্পন অনুভুত হয়। একটি টানেল ধসে যায়। সেই সময় অন্তত ২০০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। বুধবার আমাদের তল্লাশি শেষ হয়েছে। আমরা ৭৩ দেহ উদ্ধার করেছি।” সরকারিভাবেও মৃতদের তালিকা নিশ্চিত করা হয়েছে।

[আরও পড়ুন: লোহিত সাগরের ‘যুদ্ধে’ এবার চিন, ‘সংঘাত রুখতে’ই কি আসরে জিনপিং প্রশাসন?]

জানা গিয়েছে, সোনার খনির এই দুর্ঘটনা নিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছিল মালি প্রশাসন। শ্রমিকদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোনও পরিসখ্যান দেওয়া হয়। বুধবার সরকারিভাবে মোট মৃতের সংখ্যা জানানো হয়। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার। একই সঙ্গে আগামিদিনে খনিতে কাজ করার ক্ষেত্রে সকলকে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement