shono
Advertisement
Wayanad

১০ দিনের উদ্ধারপর্ব শেষে সেনাকে বিদায় বিপর্যস্ত ওয়ানড়ের

সেনা চলে গেলেও এখনও ওয়ানড়ের নানা দিকে শোনা যাচ্ছে কান্না-হাহাকার।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:42 AM Aug 10, 2024Updated: 09:43 AM Aug 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ভূমিধসে তলিয়ে গিয়েছিল কেরলের ওয়ানড়ের প্রায় ৪টি গ্রাম। কাদার নিচে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। সেই দুঃসময়ে এসে পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা। দিনদশেক পর সেইসব মানুষদের বিদায় অভ‌্যর্থনা জানালেন বিপর্যস্ত ওয়ানড়ের মানুষ। অভ‌্যর্থনা পেয়েছে সেনাবাহিনীর কুকুরাও।

Advertisement

শুক্রবার ওয়ানড়ে ১০ দিনের উদ্ধারপর্ব শেষ করেছে ভারতীয় সেনা। এই কদিন দিনরাত এক করে তাঁরা দুর্গতদের উদ্ধারের কাজ করেছেন। শেষ দিনে সেই উদ্ধারকারী দলকে যে বার্তা দিয়েছে 'ঈশ্বরের আপন দেশে'র ঘরহারা মানুষগুলো তাতে আপ্লুত সকলে। সরকারি হিসাবেই চারশোর বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। কোচি ডিফেন্স পাবলিক রিলেশনস অফিসারের তরফে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে সেনা সদস‌্যরা যখন এলাকা ছাড়ছেন তখন তাঁদের ঘিরে ধরে করতালির বন‌্যা বইয়ে দিচ্ছেন উপস্থিত মানুষ।

[আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ অর্থ প্রদান, সংরক্ষণ-সহ ৫ বড় ঘোষণা কেন্দ্রের

তবে প্রশংসা থেকে বাদ পড়েনি সেনাবাহিনীর কুকুরাও। দিনরাত এক করে ধ্বংসস্তূপের তলা থেকে শুধু গন্ধ শুঁকেই খুঁজে জীবিত অথবা মৃত ব‌্যক্তিকে বের করেছে ডগ স্কোয়াড। টেরিটোরিয়াল আর্মির ১২২ নম্বর ইনফ‌্যানট্রি ব‌্যাটালিয়ন সদস‌্যদের আলাদা করে সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় মাউন্ট তাবোর স্কুলের শিক্ষক ও কর্মীরা। কোচির তরফে বার্তায় বলা হয়েছে, "যে সাহস ও ধৈর্য তাঁরা দেখিয়েছেন তার জন‌্য তাঁদের চিরকাল মনে রাখবে কেরলের মানুষ। ভূমিধসে ঘরহারা মানুষগুলো কোনওদিন তাঁদের অবদান ভুলবে না।"

ভিডিওয় দেখা গিয়েছে মুহুর্মুহু জয়ধ্বনি দেওয়া হচ্ছে ভারতীয় সেনার নামে, ভারতমাতার নামে। সেনার তরফে কর্নেল পরমবীর সিং নাগরা জানিয়েছেন, ১০ দিনের এই উদ্ধারপর্বে তাঁদের সবরকম সহযোগিতা করেছেন ওয়ানড়ের মানুষ এবং কেরলের অন‌্যান‌্য জেলার মানুষও। সহযোগিতা করেছেন তামিলনাড়ুর মানুষও। তাঁদেরও পালটা ধন‌্যবাদ জানিয়েছে সেনা। তবে, সেনা চলে গেলেও এখনও ওয়ানড়ের নানা দিকে শোনা যাচ্ছে কান্না-হাহাকার। পরিবার-পরিজনকে হারিয়ে দিশেহারা কয়েকশো মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়ংকর ভূমিধসে তলিয়ে গিয়েছিল কেরলের ওয়ানড়ের প্রায় ৪টি গ্রাম।
  • কাদার নিচে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ।
  • শুক্রবার ওয়ানড়ে ১০ দিনের উদ্ধারপর্ব শেষ করেছে ভারতীয় সেনা।
Advertisement