সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট যেন পিছু ছাড়ছে না কেএল রাহুলের। তাই কিছুতেই ২২ গজে ফেরা হচ্ছে না। এশিয়া কাপের নকআউটে অন্তত যাতে খেলতে পারেন, তার জন্যই প্রার্থনা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের। বেঙ্গালুরুতে স্ত্রী আথিয়া শেট্টিকে (Athiya Shetty) সঙ্গে নিয়ে মন্দিরে পুজোও দিলেন তিনি।
চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ায় এশিয়া কাপের (Asia Cup 2023) দলে ডাক পেয়েছিলেন রাহুল (KL Rahul)। কিন্তু দল ঘোষণার পরই আবারও চোটের কবলে পড়েন তিনি। ফলে এশিয়া কাপের প্রথম দিকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাঁকে। বর্তমানে এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় ভারতীয় দল। তবে রাহুল আপাতত বেঙ্গালুরুতেই। শনিবার আথিয়ার সঙ্গে সুব্রমান্য স্বামী মন্দিরে গিয়েছিলেন রাহুল। সেখানে পুজো দেন তাঁরা। পুরোহিতদের কাছ থেকে মন্দিরের ইতিহাসও শোনেন তিনি।
[আরও পড়ুন: আরও একটা ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, ‘দশে মিলে’ই ভারতসেরা মোহনবাগান]
চোটের কারণে অনেকটা সময় ক্রিকেটের বাইরে ছিলেন রাহুল। তার আগেও অবশ্য ২২ গজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। যার জন্য বারবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। রাহুলের সমালোচকদের অন্যতম ভেঙ্কটেশ প্রসাদ। যিনি ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের ফর্ম নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। এমনকী বর্ডার-গাভাসকর ট্রফিতে রাহুলকে সহ-অধিনায়ক করার বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। টেস্টে রাহুলের বিশ্রী পারফরম্যান্স নিয়ে টুইটারে আকাশ চোপড়ার সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তিনি। সেই প্রসাদও রাহুল এশিয়া কাপে ডাক পাওয়ার পর পুজো দিয়েছিলেন। সঙ্গে ছিলেন রাহুলের শ্বশুর সুনীল শেট্টিও। আর এবার স্ত্রীকে নিয়ে নিজেই মন্দিরে রাহুল। এখন দেখার এশিয়া কাপের দ্বিতীয়ার্ধে চোট সারিয়ে তিনি ফিরতে পারেন কি না।