shono
Advertisement

Breaking News

নাম পালটে সম্পূর্ণ ‘বাঙালি’হতে চলেছে এটিকে!

এ বিষয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। The post নাম পালটে সম্পূর্ণ ‘বাঙালি’ হতে চলেছে এটিকে! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Jul 22, 2017Updated: 07:36 PM Jul 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাটলেটিকো ডি কলকাতা নাকি ‘আমার তোমার কলকাতা’? আসন্ন আইএসএল-এর মরশুমে কি কলকাতা ফ্র্যাঞ্চাইজির নাম বদলে যাবে? শনিবার এ বিষয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তবে হাবেভাবে বুঝিয়ে দিলেন, নাম পরিবর্তন হলে এই বাংলা নামেই পরিচিতি পাবে এটিকে।

Advertisement

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এটিকে-র মধুচন্দ্রিমা শেষ হয়ে গেলেও খাতায়-কলমে এখনও চুক্তি শেষ হয়নি। সেই কারণে এখনই দলের নাম বদলানো যাচ্ছে না। তবে যা ইঙ্গিত, বদলে গেলে আমার তোমার কলকাতা নামেই পরিচিতি পাবে এটিকে। ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এদিন শহরবাসীর সঙ্গে পরিচয় ঘটল কলকাতার নয়া কোচ টেডি শেরিংহামের সঙ্গে। এদিন শহরের একটি পাঁচতারা হোটেলে টিম ডিরেক্টর অ্যাশলে ওয়েস্টউড ও ব্রিটিশ কোচ টেডির হাতে দলের জার্সি তুলে দেওয়া হল। প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ গোলদাতা জানালেন, দু’বারের আইএসএল চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্ত হতে পারায় তিনি উচ্ছ্বসিত। টেডি বলছেন, “এটিকে আমায় ইন্ডিয়ান সুপার লিগের অংশীদার করে তুলেছে। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কোচ হিসেবে দলের প্রতিটি ফুটবলারের খেলার ধরন, চিন্তাধারা আলাদাভাবে বোঝার চেষ্টা করব। তবেই ওদের সঙ্গে বোঝাপড়া বাড়বে। নিজের অভিজ্ঞতা তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে দল থেকে সেরাটা বের করে আনাই হবে আমার লক্ষ্য। আশা করি, আমার এটিকে সফরটা ভালই হবে।”

[বিশ্বকাপ ফাইনালের আগে মিতালিদের নিয়ে এই ভবিষ্যদ্বাণীই করলেন সৌরভ]

অ্যান্তোনিও হাবাস এবং মোলিনা, দুই কোচের জমানাতেই চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দলে পরিবর্তন এলেও পারফরম্যান্সে কোনও ঘাটতি ছিল না। তাই স্বাভাবিকভাবেই টেডির উপর দলকে চ্যাম্পিয়ন করার চাপটা থেকেই যায়। তবে তিনি সঙ্গে পেয়ে যাচ্ছেন ওয়েস্টউডকে। যিনি কিনা বেঙ্গালুরু এফসি-কে তিন বছরে দু’টি আই লিগ এনে দিয়েছিলেন। এখনও পর্যন্ত কলকাতার কোনও ক্লাবে কোচিং না করালেও ভারতে থাকার দরুণ এ শহরের ফুটবল পাগলামির বিষয়ে বেশ ভালই অবগত তিনি। তাই এটিকে তারকাদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। বলছেন, “চ্যাম্পিয়ন দলের টিডির দায়িত্ব পাওয়াটা একটা বড় ব্যাপার। ফুটবলপ্রেমীদের উত্তেজনা এবং প্রথম শ্রেণির ফুটবলারদের সঙ্গে ভালই কাটবে।” কোচ ও টিডির মিলিত প্রয়াসে এবারও ভাল ফল করবে এটিকে। এমনটাই আশা সঞ্জীব গোয়েঙ্কার।

[ফের কলঙ্কিত ভারতীয় ক্রিকেট, গড়াপেটায় অভিযুক্ত ৬ ক্রিকেটার]

আসন্ন মরশুমে আইএসএল-এ কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেলবে কিনা, তা নিয়ে বিস্তর জলঘোলা চলেছে। শেষমেশ জানা যায়, সরাসরি না খেলতে পারলেও অন্য এক টুর্নামেন্টে আইএসএল-এর দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে দুই ক্লাব। তবে এসবের জন্য আইএসএল-এর জনপ্রিয়তা এতটুকু কমবে না বলেই বিশ্বাস ফ্র্যাঞ্চাইজির।

The post নাম পালটে সম্পূর্ণ ‘বাঙালি’ হতে চলেছে এটিকে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement