shono
Advertisement
Champions League 2024-25

পেনাল্টি বাতিলে বিতর্ক, অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল, চূড়ান্ত শেষ আটের সূচি

শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে?
Published By: Subhajit MandalPosted: 12:33 PM Mar 13, 2025Updated: 12:33 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ককে সঙ্গী করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ। বুধবার অ্যাওয়ে ম্যাচে পেনাল্টিতে প্রতিবেশী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শেষ আটের টিকিট চূড়ান্ত করলেন ভিনিসিয়সরা। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে ১-০ হারালেও টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে যায় অ্যাটলেটিকোকে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারে প্রথম পর্যায়ে ২-১ গোলে জিতেছিল রিয়াল। কিন্তু বুধবার অ্যাটলেটিকোর ঘরের মাঠে রিয়াল নির্ধারিত সময়ে ১-০ গোলে হেরে যায়। প্রথম মিনিটেই গোল করে আটলেটিকোকে এগিয়ে দেন কোনর ক্যালাঘার। পরে গোটা ম্যাচে আর গোল হয়নি। ফলে দুই পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় ২-২। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। তাতেই ২-৪ গোলে জিতে যায় রিয়াল।

তবে এই ম্যাচেও পিছু ছাড়েনি বিতর্ক। যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার আলভারেজের পেনাল্টি শট বাতিল করেছেন রেফারি তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। আসলে শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন তিনি। তবে রেফারি সেই গোল বাতিল করেন। রেফারির যুক্তি আলভারেজের বাঁ পা আগে বলের সঙ্গে লেগে গিয়েছিল। ফলে ডবল টাচের জন্য গোল বাতিল করা হয়েছে। কিন্তু অ্যাটলেটিকো কোচের দাবি, আলভারেজ দুবার বলে স্পর্শ করেননি। গোটা স্টেডিয়ামে কেউ দেখেনি বলটিতে দুবার স্পর্শ হতে। যাই হোক, সেই বিতর্ক সঙ্গী করেই কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল। শেষ আটে তাঁদের প্রতিদ্বন্দ্বী আর্সেনাল। শেষ আটে গিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলাও।

বুধবারের পর কোয়ার্টার ফাইনালের আট দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ আটের প্রথম পর্বের লড়াইয়ে ৮ এপ্রিল আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল এবং বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইন্টার মিলান। ৯ এপ্রিল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে প্যারিস সাঁ জাঁ এবং বার্সেলোনার মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি হবে ১৫ ও ১৬ এপ্রিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিতর্ককে সঙ্গী করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ।
  • বুধবার অ্যাওয়ে ম্যাচে পেনাল্টিতে প্রতিবেশী ক্লাবকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শেষ আটের টিকিট চূড়ান্ত করলেন ভিনিসিয়সরা।
  • বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে ১-০ হারালেও টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে যায় অ্যাটলেটিকোকে।
Advertisement