সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঙ্গালোরে তিন ছাত্রীর উপর অ্যাসিড হামলা! পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনজনের মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক এমবিএ ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে।
সোমবার ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কন্নড়ের কদাবা তালুকে। আক্রান্ত তিন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের একটি প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে গিয়েছিল। কর্নাটকে সাধারণত একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই পরীক্ষা হয়। এদিন তারা স্কুলের বারান্দায় বসেছিল। পরীক্ষা দিতে ঢোকার সময় হঠাৎই মাস্ক ও টুপি পড়া এক যুবক এসে তাদের মুখে তরল কিছু ছোড়ে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটপট করতে থাকে তিনজনেই। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
[আরও পড়ুন: নির্বাচনী বন্ডের তথ্য দিতে বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন SBI-এর]
তবে পার পায়নি অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে কদাবা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আবিন। বয়স ২৩ বছর। কেরলের বাসিন্দা ওই যুবক এমবিএ পড়ুয়া। ঘটনার দিন সে বাইকে এসে ওই কাণ্ড ঘটায়। কিন্তু কেন অভিযুক্ত এই কাজ করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার পরবর্তী তদন্ত শুরু করেছে পুলিশ। এনিয়ে দক্ষিণ কন্নড়ের পুলিশ সুপার সিবি ঋষিয়ান্ত জানিয়েছেন, “তিনজনেরই গুরুতর আহত হয়েছে। মুখে পোড়ার ক্ষত রয়েছে। সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পরবর্তী চিকিৎসার জন্য তাদের ম্যাঙ্গালোরে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”