shono
Advertisement
Josh Hazlewood

অ্যাডিলেড টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন হ্যাজেলউড, পরিবর্ত কে?

হ্যাজেলউডের পরিবর্ত হিসাবে দুজনকে ডেকেছে অস্ট্রেলিয়া।
Published By: Subhajit MandalPosted: 11:35 AM Nov 30, 2024Updated: 11:35 AM Nov 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথে প্রথম টেস্টের লজ্জার হারে এমনিতেই বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। এবার অজি শিবিরের সমস্যা আরও বাড়ল। অ্যাডিলেডে দিনরাতের টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার জস হ্যাজেলউড। তাঁর পরিবর্তে দুই তরুণ পেসারকে দলে ডেকে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement

পারথ টেস্টে অজি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব দেখিয়েছেন হ্যাজেলউডই। পারথে মোট ৩৪ ওভার বল করে মাত্র ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। কিন্তু ওই টেস্ট চলাকালীনই সামান্য আঘাত পান। সেই আঘাতের জেরেই হ্যাজেলউড ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকে। দিনরাতের টেস্টে হ্যাজেলউডের অভাব যে ভালোমতো টের পাবে অজিরা, সেটা বলা বাহুল্য। তবে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে না থাকলেও অস্ট্রেলিয়া দলের সঙ্গেই থাকবেন ওই ডানহাতি পেসার। সিরিজের বাকি ম্যাচগুলির প্রস্তুতি নেবেন তিনি।

হ্যাজেলউড ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টের স্কোয়াডে দুই ক্রিকেটারকে ডেকেছে অস্ট্রেলিয়া। একজন শন অ্যাবোট, অপরজন ব্রেন্ডন ডগেট। অ্যাবোট বেশ কিছুদিন অজি জাতীয় দলের চৌহদ্দিতে থাকলেও এখনও তাঁর অভিষেক হয়নি। সাদাবলের ক্রিকেটে অবশ্য খেলেছেন তিনি। অন্যদিকে ডগেট এখনও কোনও ফরম্যাটেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি। শেষবার ২০১৮ সালে অস্ট্রেলিয়া দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এই দুই অনভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিলেও অ্যাডিলেডে সম্ভবত প্রথম একাদশে এদের খেলা হবে না। প্রথম একাদশে হ্যাজেলউডের পরিবর্তে সম্ভবত সুযোগ পাবেন স্কট বোল্যান্ড।  ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে নজর কেড়েছেন তিনি।

এর আগে জাতীয় দলে একটাও ম্যাচ না খেলা ব্যু ওয়েবস্টারকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। কারণ দলের নিয়মিত অলরাউন্ডার মিচেল মার্শের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। শেষ পর্যন্ত মার্শ অ্যাডিলেডে বল করতে না পারলে প্রথম একাদশে ঢুকে যেতে পারেন ওয়েবস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারথে প্রথম টেস্টের লজ্জার হারে এমনিতেই বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া।
  • অ্যাডিলেডে দিনরাতের টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার জস হ্যাজেলউড।
  • তাঁর পরিবর্তে দুই তরুণ পেসারকে দলে ডেকে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
Advertisement