সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে তারা পাঁচে-পাঁচ। গ্রুপ ২-এর অপ্রতিরোধ্য তারা। ব্যাটে-বলে তাদের পারফরম্যান্স চমকে দিয়েছে গোটা বিশ্বকে। তারা পাকিস্তান ক্রিকেট টিম। কুড়ি-বিশের মহারণে যারা নিজেদের হারানো সম্মান ফিরে পেল। সোমবারই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (CA) তরফে জানানো হল, আগামী বছর দলকে পাক সফরে পাঠাতে তাদের কোনও আপত্তি নেই। আর এই সিদ্ধান্তের সৌজন্যে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলবে অজিবাহিনী।
চলতি বিশ্বকাপের ঠিক আগে গভীর অন্ধকারে ডুবেছিল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে পাকভূমে বাবর আজমদের বিরুদ্ধে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নিরাপত্তার অভাবের কারণ তুলে ধরে কিউয়ি বোর্ড জানিয়ে দেয়, ক্রিকেটাররা না খেলেই দেশে ফিরবেন। স্বাভাবিক ভাবেই এমন আকস্মিক ঘোষণায় জোর ধাক্কা খায় দল। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ভাবেও আঘাত পান ক্রিকেটাররা। এরপরই গোদের উপর বিষফোঁড়া হয়ে ওঠে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। একইরকম ভাবে নিরাপত্তার দোহাই দিয়ে পাক সফর বাতিল করে দেয় ইংল্যান্ডও। এই জোড়া ধাক্কাকেই যেন বিশ্বকাপে মোক্ষম জবাব দেওয়ার হাতিয়ার করে তুলেছিলেন বাবর-রিজওয়ানকে। ভারত, নিউজিল্যান্ড-সহ গ্রুপ ২-এর প্রত্যেকটি দলকে হারিয়ে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠল পাকিস্তান। আর টুর্নামেন্ট চলাকালীনই পাক শিবিরে পৌঁছে গেল সুসংবাদ। ১৯৯৮ সালের পর এই প্রথমবার পাকভূমে খেলবে অজিবাহিনী।
[আরও পড়ুন: T20 World Cup: অরুণের টস অজুহাত ওড়ালেন হরভজন, বললেন, ‘জিততে হলে রানই করতে হবে’]
সোমবার পাক ক্রিকেট বোর্ড (PCB) চেয়ারম্যান রামিজ রাজা জানান, আগামী বছর মার্চ-এপ্রিলে বাবরদের বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন অজিরা। তিনি বলেন, “অস্ট্রেলিয়া দুর্দান্ত একটা দল। ২৪ বছর পর পাক সমর্থকরা দারুণ লড়াইয়ের সাক্ষী থাকার সুযোগ পাবে।”
প্রথম টেস্ট শুরু ৩ মার্চ। হবে করাচিতে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১২ মার্চ থেকে রাওয়ালপিণ্ডি এবং ২১ মার্চ থেকে লাহোরে। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল লাহোরে হবে ওয়ানডে সিরিজ। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও আয়োজিত হবে লাহোরে। টি-২০ বিশ্বকাপই যে পাকিস্তানের ক্রিকেট ভাগ্য ফেরাল, এই ঘোষণার পর তা বলাই যায়।