shono
Advertisement

Breaking News

অস্ট্রেলীয় ওপেনে অঘটন! বিশ্বের এক নম্বর ইগাকে হারিয়ে কী বললেন লিন্ডা?

রড লেভার এরিনায় ইতিহাস!
Posted: 07:48 PM Jan 20, 2024Updated: 07:48 PM Jan 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলীয় ওপেনে (Australian Open 2024) বড়সড় অঘটন। চেক প্রজাতন্ত্রের অবাছাই টেনিস প্লেয়ারের কাছে হেরে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা স্বোয়াতেক (Iga Swiatek)। আবারও অস্ট্রেলীয় ওপেন খেতাব অধরা রয়ে গেল পোলিশ সুপারস্টারের। অস্ট্রেলীয় ওপেনে মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভা (Linda Noskova) পোল্যান্ডের ইগাকে হারিয়েছেন ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। টিনএজার লিন্ডা তাঁর কেরিয়ারে এই প্রথম বার অস্ট্রেলীয় ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন।

Advertisement

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফেভারিট হিসেবে নেমেছিলেন ইগা স্বোয়াতেক। কে জানত, তৃতীয় রাউন্ডেই শেষ হয়ে যাবে তাঁর সফর। রড লেভার এরিনায় ১৯ বছর বয়সী লিন্ডা নসকোভার বিরুদ্ধে প্রথম সেট (৬-৩ ব্যবধানে) সহজেই জিতে নেন ইগা। এরপর দ্বিতীয় সেটে ৩-৬ ব্যবধানে হেরে যান লিন্ডা। তৃতীয় সেটে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেননি বিশ্বের এক নম্বর। শেষ অবধি তৃতীয় সেটও ইগা হারেন ৪-৬ ব্যবধানে।

[আরও পড়ুন: ‘ক্রিজে ৬ ঘণ্টা টিকে থাকলেই শতরান পাবি’, সৌরভের ‘মন্ত্রেই’ বাজিমাত অভিষেকের!]

বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না তা ভালো মতোই জানতেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা। অবশ্য ম্যাচে তাঁর দাপটই বেশি দেখা গেল। ইগাকে হারিয়ে লিন্ডা ম্যাচের শেষে বলেন, “আমি বাকরুদ্ধ। জানতাম বিশ্বের এক নম্বর প্লেয়ারের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমি সত্যিই এটা ভাবিনি যে ম্যাচটা এ ভাবে শেষ হবে। তবে আমি পরবর্তী রাউন্ডে উঠতে পেরে খুব খুশি।”

[আরও পড়ুন: রনজিতে প্রথম শতরান, সৌরভ-পন্থের দিল্লিকে ভরসা দিলেন বাংলার অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement