সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্লামেন্টের ভিতরেই যৌন নির্যাতনের (Physical assault) শিকার হওয়ার অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার (Australia) এক সেনেটর। দাবি করলেন, পার্লামেন্ট বিল্ডিং আর মহিলাদের কাজ করার পক্ষে নিরাপদ স্থান নয়। তাঁর এহেন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট সেনেটর লিডিয়া থর্প সেনেটে ভাষণ দেওয়ার সময় রীতিমতো ভেঙে পড়েন। কান্নাভেজা গলায় তিনি অভিযোগ জানান, এখানে তাঁকে ‘যৌন মন্তব্য’, ‘নোংরা স্পর্শ’ ও প্রভাবশালী পুরুষের অবাঞ্ছিত আগ্রহের মুখে পড়তে হয়েছে।
বুধবার এক সহ-সেনেটরের নামও নিয়েছেন লিডিয়া। অভিযোগ, তাঁকে যৌন নির্যাতন করেছেন ওই ব্যক্তি। সেই সঙ্গেই তাঁর দাবি, তাঁকে চাপ দেওয়া হচ্ছে এই ধরনের মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার। অন্যথায় পার্লামেন্টারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কিন্তু এই হুঁশিয়ারির সামনেও নত হননি বলেই জানিয়েছেন লিডিয়া। বৃহস্পতিবারও একই সুরে অভিযোগ জানাতে দেখা গেল তাঁকে। পার্লামেন্টে দাঁড়িয়ে এক সেনেটরের মুখে এমন অভিযোগ উঠে আসায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: একই বলে দু’বার রিভিউ! অশ্বিনের কাণ্ডে অবাক ক্রিকেটপ্রেমীরা]
অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কনজারভেটিভ ডেভিড ভ্যান। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কিন্তু লিডিয়া নিজের দাবিতে অনড়। আপাতত পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।