সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র হাতেগোনা কয়েকদিন। আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজন করা হচ্ছে চোখ ধাঁধানো অনুষ্ঠানের। যার অন্যতম আকর্ষণ হতে চলছে ভারতীয় ঢোল। ইন্দো-আমেরিকান ঢোল ব্যান্ড 'শিবম ঢোল তাশা পাঠক'- এর বিশেষ পারফরম্যান্স গমগম করবে আমেরিকার রাস্তাঘাট।
জানা গিয়েছে, ২০ তারিখ আমেরিকার সংসদ ভবন ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সম্মানীয় এই শোভাযাত্রাতেই পারফর্ম করার সুযোগ পেয়েছে টেক্সাসের 'শিবম ঢোল তাশা পাঠক' ব্যান্ড। তাদের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিকে জানানো হয়েছে, 'এটি শুধুমাত্র আমাদের জন্য নয়, টেক্সাস, আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তে থাকা ভারতীয় সম্প্রদায়ের জন্যও এটি একটি বিশেষ মুহূর্ত হবে। প্রথমবার ভারতীয় ঐতিহ্যবাহী ঢোলের বোল এত বড় মঞ্চে পরিবেশন করা হবে।'
এই ব্যান্ডটি বৈদ্যুতিক ড্রামিং এবং ঐতিহ্যবাহী ভারতীয় তালের অনন্য সংমিশ্রণের জন্য গোটা বিশ্বে বিখ্যাত। তাদের অনুষ্ঠানের জন্য শ্রোতারা অপেক্ষা করে থাকেন। এর আগে এনবিএ এবং এনএইচএল গেমসের হাফটাইম শো, ‘হাউডি মোদি' অনুষ্ঠান এবং টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্ম করতে দেখা গিয়েছে 'শিবম ঢোল তাশা পাঠক'কে। ট্রাম্প ও মোদির বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালে মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার মাটিতে হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান আয়োজন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে হাজার হাজার ভারতীয়-মার্কিনদের সামনে মঞ্চে দুই বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। অনুষ্ঠানে নমোকে চেঁচিয়ে ”আব কি বার, ট্রাম্প সরকার” বলে প্রচার করতেও দেখা গিয়েছিল।
এবার ইতিহাস গড়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার তিনি হোয়াইট হাউসের গদিতে বসতে চলেছেন। আনুষ্ঠানিকভাবে কুরসিতে বসার আগে তিনি ভরসা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূতদের উপর। একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের জন্য তাঁদের মনোনীত করছেন। হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক নীতি নির্ধারণের জন্য সিনিয়র অ্যাডভাইজার হিসাবে চেন্নাইয়ের শ্রীরাম কৃষ্ণনই প্রথম পছন্দ ট্রাম্পের।
এছাড়া রয়েছেন ট্রাম্প প্রশাসনে জায়গা করে নিয়েছেন কাশ প্যাটেল। মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর শীর্ষে বসেছেন তিনি। এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। কিন্তু মাঝপথে সরে দাঁড়ান। কিন্তু মসনদে ফিরেই তাঁকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির অন্যতম শীর্ষপদে বসিয়েছেন ট্রাম্প। স্বাস্থ্যক্ষেত্রে আমেরিকার সর্বেসর্বা সংস্থা NIH। গোটা দেশ কোন স্বাস্থ্যনীতি গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত পুরোপুরি থাকে এই NIH-এর হাতে। সেই সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছে বঙ্গসন্তান জয় ভট্টাচার্যকে। দলের একাংশের আপত্তি উড়িয়ে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হরমিত কে ধিলোঁকে বসানো হয়েছে মানবাধিকার সংস্থার শীর্ষপদে। আমেরিকার বিচার দপ্তরের অন্তর্গত সিভিল রাইটস বিভাগের প্রধান তথা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস হয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের প্রাধান্য দিয়ে আগামী দিনে দিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করার বার্তাই দিচ্ছেন ট্রাম্প।