অর্ণব আইচ ও নিরুফা খাতুন: অমানবিক ঘটনার সাক্ষী খাস কলকাতা। অটিজম আক্রান্ত তরুণকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ঘটনায় রীতিমতো শোরগোল।
চেতলার বাসিন্দা ওই তরুণ সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, রাসবিহারীর কাছে তাঁর পথ আটকায় চার তরুণ। তাঁকে নাচতে বলে ওই চারজন। আপত্তি করলে তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক ইলিশ জালবন্দি, এখনও অধরা মিষ্টি জলের রুপোলি শস্য, স্বাদে হতাশাই]
বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। এরপর মায়ের সঙ্গে টালিগঞ্জ থানায় যান তিনি। অভিযোগ দায়ের করেন। এদিকে, মারধরের জেরে মাথায় চোট পান নিগৃহীত। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয়।
ওই তরুণের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার সকালে নিগৃহীতের বাড়িতে যান টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার হেনস্তার শিকার হন ওই তরুণ। বারবার নিগ্রহের জেরে মানসিকভাবে বেশ খানিকটা ভেঙে পড়েছেন তিনি।