shono
Advertisement
Nagpur

'আর জি করের মতো করে দেব', স্কুল ছাত্রীদের হুমকি দিয়ে বেধড়ক মার খেল অটো চালক

তদন্ত শুরু করেছে পুলিশও।
Published By: Paramita PaulPosted: 03:27 PM Aug 24, 2024Updated: 03:27 PM Aug 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আর জি করে কী হয়েছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।' কলকাতার তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের নৃশংস ঘটনার উদাহরণ টেনে মহারাষ্ট্রের দুই স্কুল ছাত্রীকে হুমকি অটো চালকের। তাতে অবশ্য দমেনি দুই কিশোরী। অটো থামিয়ে চালককে বেধড়ক মারধর করে তারা। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশও।

Advertisement

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রের নাগপুরে স্কুল ছাত্রীদের হুমকির ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অটোর পিছনে বসেছিল দুই ছাত্রী। তারা খুব জোরে জোরে কথা বলছিল। তাতেই আপত্তি করেছিলেন চালক। কান দেয়নি ছাত্রীরা। এর পরই অটো চালক তাদের হুমকি দেন বলে অভিযোগ। বলেন, 'আর জি করে কী হয়েছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।' সঙ্গে সঙ্গে ছাত্রী দুজন অটো থামাতে বলে। গাড়ি থামালে চালককে টেনে নামিয়ে মারধর করে তারা।

[আরও পড়ুন: কেন মিছিলে পড়ুয়ারা? হাওড়ার ৩ স্কুলকে শোকজ জেলা স্কুল পরিদর্শকের]

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি জানাজানি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারা। তবে চালক মদ্যপ ছিলেন বলে খবর স্থানীয় সূত্রে।

 

[আরও পড়ুন: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় CBI-কে নথি হস্তান্তর সিটের, সামনে আসবে কোন তথ্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য।
  • মহারাষ্ট্রের নাগপুরে স্কুল ছাত্রীদের হুমকির ঘটনা প্রকাশ্যে এসেছে।
  • জানা গিয়েছে, অটোর পিছনে বসেছিল দুই ছাত্রী।
Advertisement