অর্ণব দাস, বারাসত: কল্যাণী এক্সপ্রেসওয়েতে শুটআউট। বচসার মাঝেই এক ক্রেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বার মালিকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ যুবক। অভিযুক্ত বার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামান্য বচসা থেকেই গুলি? নাকি নেপথ্যে অন্য রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক। বিধায়ক সনৎ দে জানিয়েছেন, অভিযুক্ত যুবক দিনভর মদ্যপ হয়ে থাকেন। আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্নরকম অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, শিবদাসপুর থানা অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই রয়েছে সোনু বার। সেটির বর্তমান মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু। সোমবার গভীর রাতে বারে ক্রেতারা ছিলেন। সেখানেই ছিলেন কাঁচরাপাড়ার বাসিন্দা শৈবাল ঘোষ। কোনও কারণে আচমকা তন্ময়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। ক্রমেই তা বিরাট আকার নেয়। এক পর্যায়ে আচমকা সঙ্গে থাকা রিভলবার বের করে শৈবালকে লক্ষ্য করে গুলি চালায় তন্ময়। গুলি লাগে তাঁর পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবদাসপুর থানায়। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যুবককে। তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসাপাতালে। সেখানেই চিকিৎসা চলছে শৈবালের। এদিকে বারে বচসার জেরেই গুলি কি না, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শীঘ্রই গোটা বিষয়টা প্রকাশ্যে আসবে।