shono
Advertisement

কাশ্মীরে অন্তঃসত্ত্বা মহিলাকে প্রাণে বাঁচালেন ভারতীয় জওয়ানরা

দেশরক্ষা করতে যাঁরা সার্জিক্যাল স্ট্রাইক করেন, দেশবাসীর প্রাণ বাঁচাতেও তাঁরা এভাবেই এগিয়ে আসেন৷ The post কাশ্মীরে অন্তঃসত্ত্বা মহিলাকে প্রাণে বাঁচালেন ভারতীয় জওয়ানরা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:50 PM Feb 23, 2017Updated: 07:20 AM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর ঘাটিতে ঢুকে যেমন সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে, তেমনই বিপদে পড়া দেশবাসীর প্রাণ বাঁচাতেও জানে ভারতীয় সেনা৷ তা সে কন্যাকুমারীই হোক বা অশান্ত কাশ্মীর৷ বিপদে পড়া মানুষের পাশে হামেশা এসে দাঁড়ান ভারতীয় জওয়ানরা৷ এর সাম্প্রতিকতম প্রমাণ মিলল কাশ্মীরের কুপওয়ারা নাস্টাচাং পাসে৷ যেখানে অন্তঃসত্ত্বা মহিলার প্রাণ বাঁচালেন ভারতীয় জওয়ানরা৷

Advertisement

ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল

মঙ্গলবার রাতে তুষারধস নামে সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ওই এলাকায়৷ বরফের মাঝে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স৷ অ্যাম্বুল্যান্সে মোট ৯ জন স্থানীয় বাসিন্দা ছিলেন৷ এদের মধ্যেই ছিলেন ২৪ বছরের অন্তঃসত্ত্বা ওয়াহিদ মীর৷ অ্যানিমিয়ায় আক্রান্ত ওয়াহিদ প্রসব বেদনায় ছটফট করছিলেন৷ কিন্তু অ্যাম্বুলেন্স সরানোর কোনও উপায় ছিল না৷ তাঁর পাশেই শুয়ে কাতরাচ্ছিল ১৫ বছরের মাসদুর আহমেদ৷ পেটে অস্ত্রোপচার হয়েছিল তার৷ সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিল ভারতীয় সেনার একটি দল৷ সময় নষ্ট না করে উদ্ধার কাজে নেমে পড়েন ভারতীয় জওয়ানরা৷ সেখানেই দু’জনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ পরে কাঁধে করে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেন জওয়ানরা৷

মোদি ম্যাজিকেই উত্তরপ্রদেশে বিজেপির পাল্লা ভারী, দাবি বুকিদের

প্রসঙ্গত, অশান্ত কাশ্মীরে নিজেদের ভূমিকা নিয়ে প্রায়ই সমালোচনা শুনতে হয় ভারতীয় জওয়ানদের৷ উপত্যকায় সেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও উঠেছে বেশ কয়েকবার৷ কিন্তু সব অগ্রাহ্য করে নিজেদের কর্তব্যে অবিচল ভারতীয় জওয়ানরা৷ তাই জঙ্গি নিধনে যাঁরা বন্দুক হাতে তুলে নিতে পারেন, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে তারাই বরফ কেটে এভাবে এগিয়ে যেতে পারেন৷

সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

The post কাশ্মীরে অন্তঃসত্ত্বা মহিলাকে প্রাণে বাঁচালেন ভারতীয় জওয়ানরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement