সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতো বিনা প্রতিদ্বন্দিতায় Cricket Association Bengal (CAB)-এর প্রেসিডেন্ট হতে চলেছেন অভিষেক ডালমিয়া। সচিব হিসেবে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অগ্রজ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
আগামী ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সিএবির বিশেষ সাধারণ সভায় (SGM) দু’জনে সেই পদে আসবেন। এবং দুটোই চমকপ্রদ। প্রয়াত জগমোহন ডালমিয়া একসময় সিএবির যে পদে অধিষ্ঠিত ছিলেন এবার সেই একই পদে আসতে চলেছেন তাঁর পুত্র অভিষেক। একইসঙ্গে সিএবির ইতিহাসে কনিষ্ঠতম প্রেসিডেন্টও হতে চলেছেন তিনি। তাঁর আগে কেউ ৩৮ বছর বয়সে বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হননি।
[আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান কিউয়ি সমর্থকদের! ভাইরাল ভিডিও ]
স্নেহাশিস আবার সেই পদে আসতে চলেছেন যে পদ থেকে তাঁর ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাসনিক কেরিয়ার শুরু, সিএবি সচিবের পদ। দুই ক্রিকেটার ভাই কয়েক বছরের এদিক-ওদিকে সিএবি প্রশাসনের একই পদে উপবিষ্ট হচ্ছেন, এটাও আগে কখনও দেখা যায়নি। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিন ছিল। কিন্তু, স্নেহাশিস বা অভিষেক কারও বিরুদ্ধেই কোনও মনোনয়ন জমা পড়েনি।
[আরও পড়ুন: সুপার ওভারে দুর্দান্ত জয়, কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস ভারতের ]
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল। পরিষ্কার বোঝা গিয়েছিল যে ফের একবার বাংলার ক্রিকেটে শুরু হতে চলেছে ডালমিয়া যুগ। জগমোহন ডালমিয়া সিএবি সর্বেসর্বা ছিলেন খুব বেশি বছর হয়নি। তিনি প্রয়াত হওয়ার পরে বাংলার ক্রিকেট হয়ে উঠেছিল সৌরভময়। তবে তাঁর গাইডেন্সেই উঠে আসছিলেন ডালমিয়াপুত্র অভিষেক। বলা যেতে পারে সৌরভের হাত ধরেই বাংলার ক্রিকেটের প্রশাসনিক মহলে প্রবেশ করেন তিনি। সৌরভ সভাপতি থাকাকালীন সিএবিতেই সচিব ছিলেন তিনি।
The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস appeared first on Sangbad Pratidin.