সুকুমার সরকার, ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ, রবিবার থেকে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন বেগম খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মা দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেলে। তারেক রহমানও দুর্নীতি মামলায় দণ্ডিত পলাতক আসামি। এদিকে, তারেক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা, তা খতিয়ে দেখতে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন শাসকদল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও সেতু-পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ প্রশ্ন তোলেন তিনি। কাদের বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। তিনি পলাতক। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। তারেক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা, তা বিবেচনা করার জন্য দেশবাসীর কাছে আবেদন করেন কাদের। নির্বাচন কমিশনকেও অনুরোধ জানিয়ে কাদের বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সংগতিপূর্ণ তা খতিয়ে দেখা হোক।
[নির্বাচনে সুরক্ষার দাবি জানিয়ে প্রশাসনকে চিঠি বাংলাদেশ হিন্দু মহাজোটের]
তাঁর দলের মনোনয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আওয়ামি লিগের মনোনয়ন প্রায় চূড়ান্ত। বর্তমানে যাঁরা সাংসদ আছেন, তাদের থেকে খুব বেশি বাদ পড়বেন না। আগের পর্যবেক্ষণে দেখা গিয়েছিল, অনেক সাংসদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কমেছিল। কিন্তু সর্বশেষ মার্চ মাসের পর্যবেক্ষণে দেখা গিয়েছে ওই সাংসদেরা তাঁদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছেন। তাই খুব বেশি সাংসদ এখান থেকে বাদ পড়ছেন না। এ ছাড়া ১৪ দলে যাঁরা সাংসদ আছেন তারাও মনোনয়ন পাবেন এবং জোটের অন্য শরিকেরা যাঁরা সাংসদ হওয়ার সম্ভাবনা রাখেন তাঁরাও মনোনয়ন পাবেন বলে জানান ওবায়দুল কাদের। রবিবার সকালে রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত ছিলেন দলের পার্লামেন্টারি বোর্ডের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে একটি বড় স্ক্রিনে দেখা যায় তারেক রহমানকে। তিনি প্রার্থীদের কাছে প্রশ্ন করছেন এবং তথ্য জানতে চাইছেন। দিক নির্দেশনাও দিচ্ছেন। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে বন্দী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার কারণে দলের মহাসচিব এ দায়িত্ব পালন করেছেন।
[‘ভিলেন’ খালেদার বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ‘নায়ক’ হিরো আলম]
The post নির্বাচনে খালেদাপুত্র তারেকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলল আওয়ামি লিগ appeared first on Sangbad Pratidin.