shono
Advertisement

অযোধ্যা বিবাদে মধ্যস্থতার সময় বাড়াল সুপ্রিম কোর্ট

১৫ আগস্টের মধ্যে সমাধান সূত্র খুঁজে বের করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷  The post অযোধ্যা বিবাদে মধ্যস্থতার সময় বাড়াল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:07 PM May 10, 2019Updated: 12:09 PM May 10, 2019

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: অযোধ্যা বিবাদ সমাধানে মধ্যস্থতার সময় বাড়াল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার, তিন সদস্যের মধ্যস্থতাকারী কমিটিকে ১৫ আগস্টের মধ্যে সমাধান সূত্র খুঁজে বের করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ 

Advertisement

[হিন্দুদের উপেক্ষা করা হচ্ছে, রাম মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টকে তোপ আরএসএসের]

এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে অযোধ্যা মামলার শুনানি শুরু হয় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে৷ এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস এ নাজির, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ শুনানি চলাকালীন সমাধান সূত্র বের করতে অতিরিক্ত সময়ের আবেদন জানাই মধ্যস্থতাকারি কমিটি৷ সেই আবেদন গ্রহণ করে তাদের ১৫ আগস্ট পর্যন্ত উভয়পক্ষের মতামত নিয়ে রফা সূত্র বের করার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় কমিটির অগ্রগতি নিয়ে এখনই আমরা কিছু বলব না৷” রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানিতে হিন্দু ও মুসলিম দুই তরফের আইনজীবীরাই আদালতে মজুত ছিলেন৷ তাঁদের উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলে, মধ্যস্থতাকারীরা যদি সমাধানের বিষয়ে আশাবাদী তাহলে তাদেরকে আরও সময় দেওয়া উচিত৷  

উল্লেখ্য, গত মার্চ মাসে অযোধ্যা মামলায় মধ্যস্থতার পক্ষে সায় দিয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ৷ এজন্য তিন সদস্যের একটি মধ্যস্থতাকারী প্যানেল নিয়োগ করেছিল শীর্ষ আদালত৷ যার মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি খলিফুল্লাহ৷ এছাড়াও রয়েছেন, শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পঞ্চু৷ চার সপ্তাহের মধ্যে মধ্যস্থতার প্রক্রিয়া শুরু করতে বলা হয় ওই প্যানেলকে৷ শেষ করার নির্দেশ দেওয়া হয় আট সপ্তাহের মধ্যে৷ রায়দানের সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, এই মধ্যস্থতার ফলাফল গোপন রাখতে হবে৷

তবে শীর্ষ আদালত মধ্যস্থতার পক্ষে সায় দিলেও৷ এনিয়ে অখুশি একাধিক ডানপন্থী সংগঠন৷ আগেই শীর্ষ আদালতের বিরুদ্ধে তোপ দেগেছে আরএসএস৷ বাবরি ধ্বংস নিয়ে জেহাদের বিষ ছড়াচ্ছে জঙ্গি সংগঠনগুলি৷ শাসক-বিরোধী উভয়পক্ষের কাছেই অযোধ্যা ‘হট টপিক’৷  

[ছুটি কাটাতে রণতরী ব্যবহার করেননি রাজীব গান্ধী, দাবি প্রাক্তন নৌসেনা প্রধানের]

 

The post অযোধ্যা বিবাদে মধ্যস্থতার সময় বাড়াল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার