সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নির্বাচন। তার ঠিক আগেই অযোধ্যা (Ayodhya) স্টেশনকে নির্মীয়মাণ রাম মন্দিরের (Ram Mandir)আদলে গড়ে তোলার সিদ্ধান্ত যোগীরাজ্যে। ১২৬ কোটি টাকা খরচ করে একেবারে নতুন করে গড়ে তোলা হবে স্টেশনটি। নির্বাচনের কথা মাথায় রেখে ফের হিন্দু তাস খেলতেই এমন সিদ্ধান্ত, এমনটা মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
কেমন হবে নতুন স্টেশন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মোট ১ হাজার ৪০০ বর্গমিটার স্থান জুড়ে গড়ে উঠবে নতুন অযোধ্যা স্টেশনটি। সেখানে থাকবে ১৪টি রিটায়ারমেন্ট রুম ও ৭৬টি ডরমেটরি। ডরমেটরিগুলির মধ্যে থাকতে পারবেন ৪৪ জন পুরুষ ও ৩২ জন মহিলা। স্টেশনের একতলা ও দোতলায় থাকবে বিরাট ফুড প্লাজা। অন্তত সাতটি দোকানও থাকবে। সেই সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্যও থাকবে বিপুল জায়গা। একসঙ্গে ১৩৪টি গাড়ি, ৬৮টি অটো এবং ৯৬টি দু’চাকার গাড়ি পার্ক করা যাবে নয়া স্টেশনে।
[আরও পড়ুন: অবশেষে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত দিল্লির আবাসিক চিকিৎসকদের]
সূত্রানুসারে, নতুন স্টেশনটি গড়ে উঠবে রাম মন্দিরের আদলে। চারটি পিলার, গম্বুজ এবং তির-ধনুকের মোটিফে সজ্জিত এই স্টেশন গড়তে ব্যবহৃত হবে সেই পাথরই, যা ব্যবহার করা হচ্ছে নয়া স্টেশনে। ২০২২ সালের মার্চের মধ্যেই স্টেশনটি তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দিরই। এরপর ২০২০ সালে মন্দিরের ভূমিপুজোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে মন্দির তৈরির কাজ।
আশা, ২০২৪ সালের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ হবে। সেই সময় কিংবা তার আগে থেকেই মন্দির দেখতে বিপুল পুণ্যার্থী সমাগমের সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, এখনই দিনে অন্তত ৪ হাজার মানুষ এখানে আসছেন মন্দির তৈরির কাজ দেখতে। যা আগামিদিনে দৈনিক ৭৫ হাজার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই অযোধ্যা স্টেশনকে ঢেলে সাজানোর পাশাপাশি দু’টি নতুন ফুটব্রিজও তৈরি করা হবে।