সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা! জুতোর মালা, মুখে কালি... বাংলাদশের বিভিন্ন প্রান্তের খণ্ডচিত্র দেখে শিউড়ে উঠছে গোটা বিশ্ব। প্রশ্ন উঠছে, দেশের উন্মত্ত জনতার বিবেকবোধ নিয়ে। আদৌ কি তা জাগ্রত হবে? বন্ধ হবে এই সহিংস পথ? উদ্বিগ্ন সভ্য সমাজ। বিগত দু দিনে যে ছবিটি সবথেকে বেশি আতঙ্কিত করেছে, সেটি হচ্ছে শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙার সামনে নবীন প্রজন্মের উল্লাসের মূহূর্ত। এ কোন প্রজন্ম? প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনের। একাংশের মত, 'হয়তো অভিমান, না পাওয়ার যন্ত্রণা থেকেই বঙ্গবন্ধুর সমস্ত মূর্তি উচ্ছেদ করা হচ্ছে।' আরেকাংশের প্রশ্ন, 'বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর মূর্তি কালিমালিপ্ত হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, এই দিনও কি দেখতে হত বিশ্বকে?' এবার সেই প্রসঙ্গেই বাংলাদেশ থেকে আবেগপ্রবণ অথচ প্রতিবাদী জবাব আজমেরী হক বাঁধনের (Azmeri Haque Badhon)।
ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে বলেছিলেন, "আজ আমার মেয়েও হয়তো নিজের জীবন দিয়ে এই আন্দোলনে শামিল হত...।" কথাগুলো বলতে গিয়ে দু চোখ ছেপে জল গড়িয়ে পড়েছিল বাঁধনের। তবে আবেগকে প্রতিবাদের অন্তরায় হয়ে দাঁড়াতে দেননি তিনি। গোটা বিশ্ব যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা নিয়ে নিন্দায় মুখর, তখন অভিনেত্রী তথা সমাজকর্মী বাঁধন বলছেন, "স্বৈরাচারী কন্যা শেখ হাসিনার জন্যই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধু আসলে কারওর একার বাবা নন। কোনও নির্দিষ্ট দলের নেতা নন। উনি আমাদের সকলের। শেখ মুজিবর রহমানের জন্যই আমরা স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশের মানুষ ওঁকে হৃদয়ে ধারণ করেন।"
[আরও পড়ুন: বাংলাদেশের সরকারে মন্ত্রীত্ব চাইছেন হিরো আলম, তার পরই সিনে সংগঠনে লাঞ্ছিত অভিনেতা]
বাঁধনের সংযোজন, "বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তাঁকে যেভাবে অপমান করা হচ্ছে, তার দায়ভার আসলে তাঁরই কন্যার স্বৈরাচার আচরণের জন্য। হাসিনার শোষণের জন্যই বঙ্গবন্ধুকে আক্রমণের স্বীকার হতে হচ্ছে। যা নিঃসন্দেহে ভীষণ দুঃখজনক। ধিক্কার জানাই এহেন আচরণকে।" হিন্দুস্তান টাইমস বাংলায় বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কলম ধরেন অভিনেত্রী। সেখানেই বঙ্গবন্ধুর মূর্তিভাঙা নিয়ে সরব হন।