চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: থানায় অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বিজেপি থিম সং নিয়ে আরও বিপাকে আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁর কাছে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে কমিশন। শুধু তাই নয়, আপাতত গানটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, নির্বাচন কমিশনের শোকজ নোটিস এখনও পাননি। নোটিস পেলে অবশ্যই জবাব দেবেন। তবে শুধুমাত্র রেকর্ড করেছেন, কোথাও গানটি প্রকাশ করেননি তিনি।
[ প্রার্থীর ছবি দিয়ে দেওয়াল লিখন, লড়াইয়ে এগিয়ে থাকতে কমরেডদের লাইন বদল]
এ রাজ্যে লোকসভা ভোটের প্রচারে অভিনব ভাবনা। রাজ্য বিজেপির জন্য থিম সং রেকর্ড করেছেন আসানসোলের বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের বিভিন্ন স্লোগান একত্রিত করে গানের কথা লিখেছেন অমিত চক্রবর্তী। গানে সুর দিয়েছেন বাবুল নিজেই। সোমবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে সেই গানটি দেখানোও হচ্ছে। জানা গিয়েছে, ঘটনাটি নজরে পড়ে নির্বাচন কমিশনের মিডিয়া ওয়াচ সেলের। এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে বাবুল সুপ্রিয়কে শোকজ নোটিস পাঠায় নির্বাচন কমিশন। ভোটের সময় রাজনৈতিক প্রচারমূলক গান বা বিজ্ঞাপন তৈরির জন্য কমিশনের অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। তাই কমিশনের শোকজের মুখে পড়তে হল আসানসোলের বিদায়ী সাংসদকে।
এরআগে মঙ্গলবার সকালে বিজেপি থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করে শাসকদল প্রভাবিত পশ্চিম বর্ধমান লাইব্রেরি স্টুডেন্টস কো-অর্ডিনেশন কমিটি। বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় এফআইআর করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌরব গুপ্ত।
দেখুন ভিডিও:
The post নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বাবুল সুপ্রিয়কে শোকজ কমিশনের appeared first on Sangbad Pratidin.