shono
Advertisement

‘অগ্নিমিত্রার সৌজন্য নেই ‘, তোপ বাবুলের, পালটা ‘গদ্দার’কটাক্ষ বিজেপি নেত্রীর

'অগ্নিমিত্রাকে আমিই বিজেপিতে এনেছিলাম', দাবি বাবুলের।
Posted: 08:30 PM Apr 25, 2023Updated: 08:55 PM Apr 25, 2023

শেখর চন্দ্র, আসানসোল: এবার সরাসরি সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। একজন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যজন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রাকে ‘অকৃতজ্ঞ’ বলে তোপ দাগলেন বাবুল। পালটা বাবুলকে গদ্দার বললেন বিজেপি নেত্রী। 

Advertisement

বাবুল সুপ্রিয় আসানসোলের সংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন আসানসোলের কুমারপুরে একটি রেল সেতু নির্মাণের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন। গত দু বছরের সেই কাজ ঢিমেতালে হয়েছে। কয়েকমাস আগেই আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল দাবি করেছিলেন, ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। কিন্তু মার্চ গড়িয়ে এপ্রিল এলেও কাজ শেষ হতে বহু দেরি। সেই কাজ কতটা হয়েছে তা দেখতেই সোমবার সন্ধ্যায় আসানসোলের কুমারপুরে যান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শুধু তাই নয়, তিনি আসানসোল রেল ডিভিশনে গিয়ে ডিআরএমের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন। বাবুল সুপ্রিয় রেল ও সেলের যৌথ প্রচেষ্টায় যে রেল সেতুর কাজ হচ্ছে, তা ঠিকঠাকভাবেই হচ্ছে বলে প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেছেন অগ্নিমিত্রা পালের মন্তব্য নিয়ে “রেল সেতু নিয়ে উনি কিছুই জানেন না। আগে উনি একটু পড়াশোনা করুন।”

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

রেল সেতুর কাজ পরিদর্শন করার পর বাবুল সুপ্রিয় জানান, “আগামী ১ থেকে দেড় বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। রেল এবং সেল যৌথভাবে কাজ করছে। ভালভাবেই কাজ হচ্ছে।” অগ্নিমিত্রা যে মার্চ মাসের ডেডলাইন দিয়েছিলেন, সেটা নিয়ে প্রশ্ন করা হলে বাবুল সুপ্রিয় অগ্নিমিত্রাকে এক হাত নেন। বাবুলের বক্তব্য,”অগ্নিমিত্রা কিছুই জানে না। অগ্নিমিত্রা পল সম্পর্কে আমি কড়া ভাষা ব্যবহার করছি কারণ বিজেপিতে (BJP) ওকে আমিই এনেছিলাম। ন্যাশনাল লাইব্রেরিতে যোগদানের সময় উনি দর হাঁকাচ্ছিলেন যে একমাত্র দুর্গাপুরের কোনও বিধানসভার টিকিট পেলেই বিজেপিতে যোগ দেবেন। আমি মঞ্চের নিচে ওকে বুঝিয়েছিলাম এইভাবে রাজনীতি হয় না। তুমি আগে যোগ দাও, কয়েকমাস কাজ কর। তারপর দল ঠিক করবে তোমাকে কোথাও টিকিট দেবে কিনা। আমার কথা শুনে যোগ দিয়েছিলেন তিনি।”

বাবুল সুপ্রিয় আরও বলেন, “অগ্নিমিত্রা আমার সম্পর্কে অনেক মন্তব্য করছেন এবং এটা উনি গর্হিত কাজ করছেন। ওনার কোনও সৌজন্যবোধ নেই। আর উনি ব্রিজ সম্পর্কে কিছুই জানেন না। আগে পড়াশোনা করুন। কীভাবে ব্রিজ হচ্ছে, কত বাজেট, কীভাবে কাজ হচ্ছে, সম্পূর্ণটা জানুন তারপর মন্তব্য করবেন।” প্রসঙ্গত বিজেপি ছাড়ার পর ও আসানসোল সাংসদ পদ ছাড়ার পর বাবুল সুপ্রিয়কে গাদ্দার বলেছিলেন অগ্নিমিত্রা পাল। সেই প্রসঙ্গ টেনে বাবুল সুপ্রিয় বলেন, তাপস পালের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। তাই কোনওদিন খারাপ মন্তব্য তিনি করেননি।

[আরও পড়ুন: মোবাইল মুখের কাছে আনতেই ভয়াবহ বিস্ফোরণ, কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার]

এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল পালটা জবাব দিয়ে বলেন, “বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদিজির (Narendra Modi) সঙ্গে এবং আসানসোলবাসীর সঙ্গে গদ্দারি করেছেন। এখনও তাঁকে গাদ্দারই বলবো। তার কোন আদর্শবোধ বা রাষ্ট্রীয় বোধ নেই। তার মন্ত্রিত্ব চলে যেতেই ব্যক্তিস্বার্থ ক্ষুন্ন হতেই তিনি তৃণমূলে যোগ দিলেন। সেই তৃণমূল, যাদের তিনি গালিগালাজ করতেন, পিসি-ভাইপোর নামে গান গেয়েছেন। যে গান আজও বিজেপিকে অনুপ্রেরণা দেয়।” বিজেপি নেত্রীর বক্তব্য, রাজনীতিতে আমরা সবাই নবাগত। নরেন্দ্র মোদিজি বাবুল সুপ্রিয়কে রামদেবের কৃপায় টিকিট দিয়েছিলেন এবং প্রথমেই মন্ত্রী করেছিলেন। দ্বিতীয়বারও মন্ত্রী করেছিলেন। সুযোগ দিয়েছিলেন কিন্তু সেই সুযোগের মর্যাদা তিনি রাখতে পারেননি। অগ্নিমিত্রা বলেন, ওনার কথামতো আমি হয়তো সত্যি কিছু জানি না। আমি ২০১৯ সালে বিজেপিতে যোগদান করার পর থেকে এখনও শিখছি। শেখার অনেক কিছু বাকি আছে। কিন্তু উড়ালপুলের জন্য কত পিলার, কত লোহা, কত উচ্চতা লাগবে সেটা আমি জানি না। জানিনা কারণ আমার ওসব সংখ্যা-পরিসংখ্যা নিয়ে কাটমানি খাওয়ার নেই। আমার শুধু খবর নেওয়ার ছিল আসানসোলবাসীর জন্য এই সেতু কবে তৈরি হবে। উনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। সেতু পরিদর্শনে এসেছেন। এই সেতু তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের রেল এবং ইস্পাত মন্ত্রক এবং এই সেতু আগামী দিনে আসানসোলবাসীর জন্য তৈরি হচ্ছে। ওনার লজ্জা লাগা উচিত যাদেরকে নিয়ে উনি সেতু পরিদর্শনে গিয়েছিলেন সেই তারাই সেতুর কাজে বাধা দিয়েছিলেন এবং কালো পতাকাও দেখিয়েছিলেন।” এদিন তিনি ফের বাবুল সুপ্রিয়কে গদ্দার বলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার