সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈবশক্তি! হাত-পা মিলিয়ে মোট ২৫টি আঙুল নিয়ে জন্ম হয়েছে এক শিশুর। সাধারণত ২০টি আঙুল থাকে মানব শরীরে। তবে ২০-র বেশি আঙুল নিয়ে জন্মগ্রহণের কথা প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু ওই দুধের শিশুর পরিবারের বিশ্বাস, ইশ্বরের আশীর্বাদেই এমনটা হয়েছে। সদ্যোজাতকে দেখতে এখন রোজই বাড়িতে ভিড় করছেন আশপাশের লোকজন।
এই ঘটনা কর্নাটকের বাগলকোট জেলার। সেখানকার বনহাটি তালুকের এক হাসপাতালেএকটি হাসপাতালে ফুটফুটে শিশুপুত্রের জন্ম দেন ভারতী নামে এক মহিলা। কিন্তু সদ্যোজাতর জন্মের পর চিকিৎসকরা দেখেন, তার ডান হাতে ৬টা আঙুল, বাঁহাতে ৭টা আঙুল। দুই পায়ে ৬টি করে মোট ১২টি আঙুল। সবমিলিয়ে মোট ২৫টি। চিকিৎসকরা পরিবারকে বিষয়টি জানান। এও জানান যে মা ও শিশু একেবারেই সুস্থ রয়েছে। সবটা শোনার পর বেজায় খুশি হয় শিশুটির পরিবার। ধুমধাম করে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। তার পর থেকেই বাড়িতে ভিড় লেগে রয়েছে আত্মীয়স্বজন থেকে পাড়া-প্রতিবেশির।
[আরও পড়ুন: যোগীর ছোঁয়া! প্রশ্নফাঁসে অভিযুক্তর বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিল রাজস্থান সরকার]
সুস্থ সন্তানের জন্ম দিয়ে স্বাভাবিকভাবেই আনন্দ বাঁধ ভেঙেছে ভারতীর। পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি তাঁর স্বামী গুরাপ্পা কনুর। ছেলের এমন আঙুল দেখে দৈবশক্তির কথাই বলছেন তিনি। তাঁর কথায় পরিবারের আরাধ্য ভুবনেশ্বরী দেবী। ইশ্বরের কৃপাতেই এমন ছেলের জন্ম হয়েছে। ছেলেকে বাড়িতে আনার পর বাড়িতে ভিড় লেগে থাকছে।
তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও একাধিক শিশু ২০-র বেশি আঙুল নিয়ে জন্মেছে। তবে এমনটা অস্বাভাবিক নয়। চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা খুবই কম দেখা যায়। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ‘পলিড্যাক্টিলি’। অনেক সময়ই সদ্যোজাতর পরিবারে কখনও কারও এমনটা হয়েছে কিংবা জিনগত ত্রুটি অথবা অসঙ্গতির কারণেও জন্ম নিতে পারে এমন শিশু।